আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশ ভারত আবেগী ম্যাচ আজ

সকালের মিষ্টি রোদ পেরিয়ে আমি এখন মধ্যগগনে,

'ভারতের বিপক্ষে প্রতিবার মাঠে নামার আগেই মনে হয়, কিছু একটা হবে...। '_ বাংলাদেশ দলের এক ক্রিকেটারের বলা এই হয়ে ওঠাটা কখনও হয়, কখনও হয় না। আজ কী হবে? হলে ক্রিকেটারের নামটি কালকের রিপোর্টে লিখে দেওয়া যাবে। আজ শুধু বলা যাক, বাংলাদেশ-ভারত ম্যাচ কেন ঠাসা থাকে আবেগে। ২০০৭-এর বিশ্বকাপে এ বাংলাদেশের কাছে হারার পরই হইচই পড়ে গিয়েছিল ক্রিকেটবিশ্বে।

তামিম, মুশফিক আর মাশরাফিদের তখনই নতুন করে চেয়ে দেখে ক্রিকেটবিশ্ব। এরপর পাঁচ-পাঁচবার মুখোমুখি হলেও বাংলাদেশ সেই জয়ের পুনরাবৃত্তি করতে পারেনি। কিন্তু বিশ্বকাপে দেখা সেই বাংলাদেশ দলটিকে ঘিরে মনে গেঁথে থাকা আতঙ্কটি এখনও তাড়িয়ে বেড়ায় ধোনিদের। আর এ কারণেই সাকিবদের সামনে নামার আগে ধোনিকে বলতে হয়_ 'বাংলাদেশকে হালকাভাবে দেখার সুযোগ নেই। বাংলাদেশিদের সামনে মোটেই ভুল করা যাবে না।

' শুধু সাকিবরা নয়, ঢাকায় এসে শিশির আতঙ্কেও ভুগছে ভারতীয়রা। শীতের সন্ধ্যার এ নীরব ঘাতককে ভয় পাচ্ছে বাংলাদেশিরাও। আর সেজন্যই গতকাল পানিভর্তি বালতিতে বল চুবিয়ে নেটে বোলিং প্র্যাকটিস করেছেন আবদুর রাজ্জাকরা। শিশিরকে বাগে আনা যে যাবে না, সেটা যথেষ্টই টের পেয়েছেন বাংলাদেশি স্পিনাররা। পেসাররা টের পেয়েছেন, শেবাগ আর গম্ভীরদের সামনে শর্ট বল ফেলে মোটেই সুবিধা পাওয়া যাবে না।

একমাত্র নতুন বলের সুইংটা কাজে লাগতে পারে সেখানে। এ কারণেই আজ দলে শফিউল ইসলাম সুহাসের বদলে অভিজ্ঞ পেসার সৈয়দ রাসেলকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। আইডিয়া কাপের প্রথম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশিরা সর্বোচ্চ ২৬০ রান তুলেও কিছু করতে পারেনি। পরের ম্যাচে ভারতও ২৭৯ রান তুলে পাত্তা পায়নি লংকানদের কাছে। ঠিক এ জায়গাটিতেই সাহস খুঁজে পেয়েছে বাংলাদেশ শিবির_ 'চারশ-সাড়ে তিনশ' রান করা ভারতকে দেখেছি আমরা কিছুদিন আগে।

তবে ঢাকায় আসা এ ভারতকে কিন্তু দেখেছি তিনশ'র নিচে থাকতে। আমরা যদি আজ ২৮০ রান তুলতে পারি, তাহলে অবশ্যই একটা সম্ভাবনা থাকবে। ' বাংলাদেশের সহ-অধিনায়ক মুশফিকুর রহিমের কথায়ই পরিষ্কার ছিল, অযথা ভারত-আতঙ্কে ভুগছে না তার দল। এই দলের প্রথম সারির সব ব্যাটসম্যানের গড়ই ভারতের সঙ্গে মোটামুটি বলার মতো। অধিনায়ক সাকিব আল হাসানের গড় ৩৬, সহ-অধিনায়ক মুশফিকুর রহিমের ৪০, তামিমের ৩১.৬০, আশরাফুলের ২১.৪০ আর মিডল অর্ডার ব্যাটসম্যান রকিবুলের ৫৭।

জেমি সিডন্সের ক্লাসে তুলে ধরা এসব পরিসংখ্যানই ভারতের বিপক্ষে মাঠে নামার আগে যথেষ্ট তাতিয়ে দেয় বাংলাদেশকে। তাছাড়া এবারকার আইপিএলে নিলামে সাকিব আল হাসান আর শাহরিয়ার নাফীসের নাম ওঠার পরও তিন জাতি এই সিরিজকে পারফরমেন্সের মঞ্চ হিসেবে ধরে নিয়েছেন বাংলাদেশিরা। অন্য যে কোনো দলের চেয়ে ভারতের বিপক্ষে পারফর্ম করতে পারলেই ব্র্যান্ডি ম্যাচ দারুণভাবে হয়। এ কারণেই আজকের ম্যাচটি অনেক দিক থেকেই বাংলাদেশিদের কাছে 'বিগ শো'। http://www.shamokal.com/


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.