গানের ব্লগ
নির্ঝর নৈঃশব্দ্যের লিরিকে দ্বিতীয় গান। লেখকের বিষাদ সংক্রমিত হতে পারে। শুনতে এখানে ক্লিক করুন। ফেসবুক বা ব্লগস্পট লিংক ।
শেষের পথে পথ মেলেছে
অচিন মেঠোপথ,
তাহার সিঁথির চিহ্ন সেথায়
করিছে বসত।
আমার একটি মাঠের পরে
ভাসছে নিরজন,
যেথায় কেহ শূন্যতারে
করে না আপন।
সেজন গেছে কোন সুদূরের
অশ্রু রেখে ঘাসে,
আমার মাঠের ঘাসগুলি তাই
তাহার আশায় আছে।
আমি পুড়ি, সেও পোড়ে,
মধ্যে তেপান্তর;
অচিনপথের দুইটি পাড়ে
শূন্য দুটিঘর।
কপিরাইটঃ নির্ঝর নৈঃশব্দ্য/অচন্দ্রচেতন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।