আমাদের কথা খুঁজে নিন

   

দুঃখ বিলাসী কবি



আমি এক দুঃখ বিলাসী কবি আমি দুঃখ খুজি, আমার বোনের এসিড ঝলসানো মুখে, আমার মায়ের বুক ফাটা আত্মচিৎকারে, বাবার চোখের জলে ভেজা পাঞ্জাবীতে, আর খুজি , বোনের নিরবে ফেলা অশ্রুতে। আমি দুঃখ খুজি, রিমিসিমিদের আত্মহত্যার দড়ির প্রতিটি পাকে, ওদের মায়ের বোবা কান্নায়, ওদের কবরের প্রতিটি ধুলিকনায়। আর খুজি, ওদের হত্যার বিচারের প্রহসনে। আমি দুঃখ খুজি, বুয়েটে সনি আপুর রক্তে, ঢামেকের রাজীবের লাশে, আর খুজি, সন্ত্রাসীদের দোনালা বন্দুকে। সত্যিই আমি দুঃখ বিলাসী। আমি দুঃখ খুজি, ইরাকের প্রতিটি শিশুর নিষ্পাপ কান্নায়, অন্ন, বস্ত্রহীন প্রতিটি শিশুর নিদারুণ দুর্দশায়, ফিলিস্থানে এতিম শিশুদের বোবা চাহনীতে, গুজরাটে নিষ্পাপ মুসলিমের গনকবরে, চীনে উইঘুরদের লাশে, আর খুজি, বিশ্বমানবতার বিশ্বস্থ নিরবতায়। সত্যিই আমি দুঃখ বিলাসী, আমায় কিছু দুঃখ দিবে কি?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.