আপনাকে ধন্যবাদ,এখানে আসার জন্য মামলার বিষয়ঃ সাভার ট্র্যাজেডি
প্রধান বিচারকঃ (ধরে নেন কেউ একজন,নাম উল্লেখ করব না)
কেন্দ্রীয় চরিত্র (আসামী): সোহেল রানা
বাদীঃ mango people
আসামী পক্ষের উকিলঃ মহিউদ্দিন খান আলমগির (মখা)
বাদী পক্ষের উকিলঃ একজন কালো মনের মানুষ
আদালতে
প্রধান বিচারকঃ আসামী সোহেল রানা হাজির?
কেন্দ্রীয় চরিত্র (আসামী): Your Honour,প্লিজ এভাবে বলবেন না । এখনো প্রমাণ হয়নি যে আমিই দোষী
প্রধান বিচারকঃ Good Point . আদালত এ ব্যাপারে দুঃখ প্রকাশ করছে ।
কেন্দ্রীয় চরিত্র (আসামী):আমি এ ব্যাপারে আদালতের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি ।
প্রধান বিচারকঃ হুম । বাদী হাজির?
বাদীঃ জ্বি হুজুর
প্রধান বিচারকঃ উকিল গন হাজির?
দুই উকিলঃ জ্বি হুজুর
প্রধান বিচারকঃ হুম , প্রথমে কে বলবে?
(সবাই মুখ চাওয়া চাওয়ি করতে লাগল !এমন তো কখনো কেউ শুনে নি ।
তারা তো আর জানে না এইটা এই বিচারকের প্রধান কেইস । তাই সবাই একসঙ্গে কথা বলা শুরু করল। )
প্রধান বিচারকঃ চুপ,একদম চুপ
(সবাই চুপ হয়ে গেল । এবারে বিচারক যেকোন একজনের দিকে তাকাবেন । )
প্রধান বিচারকঃএইও তুমি দাঁড়াও
দর্শকঃ হুজুর আমাকে বলছেন ?
প্রধান বিচারকঃকালা নাকি ? শুনতে পাও না??
দর্শকঃ দুঃখিত হুজুর ।
প্রধান বিচারকঃহুম বল কি সমস্যা?
দর্শকঃ আসলে হইসে কি জনাব,আমার অনেক দিনের পোষা ছাগলটা হারিয়ে গেছে । এদিক দিয়েই যাচ্ছিলাম । কে জানি আমাকে বলল ওইটা নাকি এখানে সবচেয়ে বড় চেয়ারটাতে বসে ম্যা ম্যা করতেসে । তাই শুনে এলাম , যদি পাওয়া যায় । কিন্তু এসে তো দেখি আপনি বসে আছেন !
প্রধান বিচারকঃচোপরাও বেয়াদব ।
কে কোথায় আছিস? ওটাকে গারদে পুরে ফেল ।
দর্শকঃ জনাব এতটা নির্দয় হয়েন না।
প্রধান বিচারকঃচোপরাও উল্লুক কাহা কি !মশকারি কর??এই তোরা এখনো দাঁড়িয়ে আছিস যে বড়?ওটাকে নিয়ে যেতে বলেছি না?
(টানতে টানতে গারদে পুড়া হবে )
প্রধান বিচারকঃহুম । এবার বল উকিল কি বলার আছে তোমার ।
বাদী পক্ষের উকিলঃজনাব,এই আসামীটাকে দেখছেন না,
আসামী পক্ষের উকিলঃ অবজেকশন ইওর অনার,এভাবে উনি কথা বলতে পারেন না,বিশেষ করে একটু আগে আমার মক্কেল যেভাবে প্রমাণ করে দিল উনি আসামী নন
প্রধান বিচারকঃহুম ।
এভাবে বলবেন না ।
বাদী পক্ষের উকিলঃঠিক আছে জনাব,আচ্ছা আবার শুরু করছি,এই যে মহান ব্যক্তিটাকে দেখছেন না, উনি রানা প্লাজার মালিক ।
প্রধান বিচারকঃতাতে কি?
বাদী পক্ষের উকিলঃজনাব,উনার নির্দেশেই নিশ্চিত মৃত্যু জেনেও গার্মেন্টস এর কর্মীরা সেই নড়বড়ে রানা প্লাজায় কাজ করার ঝুঁকি নেয় । আগে থেকেই ধারণা করা হচ্ছিল যে এই ভবন যেকোন মুহূর্তে ধসে পড়তে পারে,এবং শেষ মেশ তাই হয় । ভবন ধ্বসের ফলে অসংখ্য মানুষের মৃত্যু হয় ।
আমার মক্কেলদের অনেকেই নিজ স্বজনদের হারিয়ে আজ দিশেহারা । তারা নিজ জীবনের খেই হারিয়ে ফেলেছেন ।
আসামী পক্ষের উকিলঃ অবজেকশন ইওর অনার,আসল ঘটনা মোটেই তা নয়, আমি নিজ চোক্ষে দেখেছি । যেদিন উনি নির্দেশ দেন তখনও ভবনের কিছুই হয় নাই ,সামান্য দুই একটা প্লাস্টার খসে পড়েছিল । সব কিছু ঠিক ঠাক চলছিল ।
হটাত করে কয়েকজন হরতাল সমর্থনকারী ভবনটির সামনে এসে দাঁড়ায় , তখনই আমি ধারণা করতে পেরেছিলাম যে কিছু একটা ঘটবে । এই ভেবে আমি আমার কাজের ছেলেটাকে পাঠালাম আমার ভিডিও ক্যামেরা টা আনতে। ওদিকে উত্তেজনায় আমার লুঙ্গিটাই খুলে যাচ্ছিল । যাই হোক ভাল করে একটা গিট্টু দিয়ে নিলাম । তারপর যে নৃশংস দৃশ্য দেখলাম জনাব,তার কথা আর কি বলব? উত্তেজনায় দ্বিতীয় বারের মত আমার লুঙ্গি কিছুটা খুলে গেল ।
তখনই কলার খোসায় .........
বাদী পক্ষের উকিলঃঅবজেকশন ইওর অনার ,উনি অশালীন ভাষা ব্যবহার করছেন ।
প্রধান বিচারকঃঅবজেকশন ওভাররুল্ড ,ওনাকে শেষ করতে দিন ।
আসামী পক্ষের উকিলঃ যা বলছিলাম জনাব , উনি বেশি বেশি ডিস্টার্ব করেন ,কি যেন বলছিলাম জনাব?
প্রধান বিচারকঃ ঐ যে আপনার কলার খোসা,
আসামী পক্ষের উকিলঃও যা বলছিলাম । ওখানকার মানুষ যা ইরেস্পন্সিবল,যেখানে সেখানে কলার খোসা ফেলে, তাতে পিছলে পরে আমার লুঙ্গির আদ্ধেকটা খুলে জিনিস বেড়িয়ে পড়ল । যাই হোক কেউ আশে পাশে ছিল না,তাই সামলে নিয়েছিলাম ।
তো আমি যা দেখলাম তাতে আমার গায়ে কাটা দিএ উঠল । দেখলাম কিছু সংখ্যক বিপথগামি ঐ বিল্ডিং ধরে নাড়া চাড়া করছে। আমি নিষেধ করেছিলাম , ওরা শুনলে তো !একটু করে একজন ঠেলা দেয় আর আমার কলিজু কেপে উঠে । এক পর্যায়ে দেখি ওরা পুরো বিল্ডিংটাই ধাক্কা দিয়ে ফেলে দিল । আমার চোখের সামনে ঘটনা ঘটছে আর আমি কিছুই করতে পারছিলাম না ।
এর থেকে বাজে আর কি পরিণতি হতে পারে বলেন .?এক্ষেত্রে আসামীর কোন দোষই নেই । তাই আমি বলছিলাম যে আসামীকে বেকসুর খালাশ দেয়া হোক
বাদী পক্ষের উকিলঃ জনাব উনি নিজেই যখন ওনাকে আসামী বলে সম্বোধন করছেন,এ থেকেই কি বুঝা যায় না উনি অপরাধী?
আসামী পক্ষের উকিলঃ সবি সঙ্গ দোষ জনাব সবই সঙ্গ দোষ!
বাদী পক্ষের উকিলঃ
প্রধান বিচারকঃঅযথা ইমোটিকন দিয়ে আদালত প্রাঙ্গন নোংরা করার অভিযোগে ,আদালত আপনাকে গ্রেফতার করার নির্দেশ দিল । আর সকল প্রমাণাদি বিচার করে আদালত তথাকথিত আসামীকে বেকসুর খালাশ দেয়ার হুকুম করিল
বাদী সকলঃ
প্রধান বিচারকঃওরে কে কোথায় আছিস,সব কটাকে গারদে ভরে দে ।
(অতঃপর ভিক্টোরি সিম্বোল দেখিয়ে আদালত প্রাঙ্গন হতে সোহেল রানার প্রস্থান । )
বাইরে উত্তেজিত জনতাঃ জনতার সংগ্রাম চলবেই ,বিচারপতি তোমার বিচার করবে কারা?,দড়ি ধরে মারো টান,রানা হবে খান খান ইত্যাদি ইত্যাদি
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।