প্রথম দিন টসে হেরে শিশিরভেজা বাংলাদেশ দল ফিল্ডিং করতে গিয়ে নাকাল হয়েছে। সাকিব আল হাসান দলের পারফর্মেন্সের দুরবস্থার জন্য শিশিরের বৈরিতার কথা বলেছিলেন। আমরা শিশিরের কথা মানলেও তলে তলে নাখোশ হয়েছিলাম হেরে যাওয়ায়।
কাল ভারত অধিনায়ক ধোনীও হারার পর শিশিরকে দুষলেন। ধোনীর যুক্তিকে হারের দায় শিশিরের কাঁধে ঠেলে দেবার খোঁড়া অজুহাত ভাবতে পারিনা।
কারণ দুদিন আগেই এই শ্রীলঙ্কাকে ( পড়ুন পূর্ণশক্তির ) ৩-১ ব্যবধানে হারিয়েছে। শেষ ম্যাচ পরিত্যক্ত না হলে ফলাফল ৪-১ হবার সম্ভাবনা বেশীই ছিলো। তারাই যখন শিশিরকে দোষ দেয় তখন তাকে হালকাভাবে নেয়া কঠিন।
এখানেই শেষ না। শিশিরের সুবিধা নিয়ে যারা পরপর দুটি ম্যাচ জিতে ফাইনালে এক পা দিয়ে রেখেছে সেই লঙ্কা দলপতি সাঙ্গাকারাই যখন জেতার জন্য শিশিরের আশীর্বাদকে কৃতিত্ব দিচ্ছেন তখন শিশিরের প্রতি আলাদা গুরুত্ব দিতেই হবে।
শিশিরের সাথে আরেক গুনীর কথাও এসে যায় গোল চাক্তি অর্থাৎ টসও বড়ো প্লেয়ার হয়ে দাঁড়িয়েছে।
ফলে আইডিয়া কাপ ২০১০ শিশির সন্ত্রাসে সন্ত্রস্ত হয়ে পড়েছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।