আমাদের কথা খুঁজে নিন

   

আমি জুয়াড়ী

"পসার বিকিয়ে চলি জগৎ ফুটপাতে, সন্ধ্যাকালে ফিরে আসি প্রিয়ার মালা হাতে"

আমি জুয়াড়ী আমি জুয়াড়ী, বায়ান্ন তাসের সকল জারিজুড়ি আমার নখদর্পণে। যৌবনের অহংকারে প্রেমকে পুঁজি করে আমি ভাগ্যের সাথে জুয়া খেলেছি সর্বস্ব বাজি রেখে। প্রতিদ্বন্দ্বি সকলকে সর্বস্বান্ত করে তোমাকে জিতেছি যে তুরুপের তাসে- আমি তাকে ভাগ্য বলে মানি, অথচ তুমি বলো আমি এক পাক্কা জুয়াড়ী। বায়ান্ন সপ্তাহজুড়ে তোমার আমার প্রতিটি দিন প্রেম-ভালবাসায় সদাই রঙিন, যেমন নতুন তাসের প্যাকেট খুললেই বায়ন্নটি তাস- ঝকঝকে, মসৃণ। আমাকে জিততেই হবে, এই ভেবে মোহগ্রস্থ এক জুয়াড়ীর মতো চাল দিয়েছিলাম অনেক ভেবে চিন্তে।

ব্লাইন্ডে আমার ভীষণ আস্থা, তাই শেষ চালে শো করতেই দেখি, আমার হাতে তিন টেক্কা- তুমি, তোমার মন আর তোমার ভালবাসা। অতঃপর- ভাগ্য সন্ধানী আমি তোমার বিশ্বস্ত কাঁধ ছেড়ে, মোহের লাঠিতে ভর করে হেঁটেছি অচেনা পথে। বৈরী সময় অলক্ষ্যে এসে সাফল্ কেটে গেছে প্রতিটি তাসে, আজ তারা মলিন, বর্ণহীন। আমি হারছি, শুধু হারছি, ভাগ্য বিড়ম্বিত এক জুয়াড়ী আমি, হারিয়েছি প্রেম, হারিয়েছি ভালবাসা। একদিন যে জুয়াড়ী ভাগ্যকে মেনেছিল তুরুপের তাস, আজ সে নিজেই সময়ের হাতে বন্দী, এক ভাগ্যহীন কৃতদাস।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।