পুরানা পল্টন থেকে বিজয়নগর,এই সব এলাকায় পথ চলতে যদি অপরিচিত কেউ আপনাকে বলে যে-' আপনাকে পিছন থেকে ডাকছে' ভূলেও পিছনে যাবেন না।পিছনে কে ডাকছে কেয়ার করলেই ছিনতাইকারী গ্রুপটি আপনাকে কাবু করে ফেলবে।
ঐসব এলাকার ফুটপাত দিয়ে হাটাঁর সময় লক্ষ্য রাখবেন কেউ যেন আপানর গায়ের উপর হালকা ধাক্কা দিতে না পরে।যদি কখনও কেউ ধাক্কা মারেও তবে কথা না বাড়িয়ে দূত সামনে চলে আসুন।যদি তা না করেন তো বুঝবেন আপনি অলরেডী ছিনতাইকারীদের কবলে পড়েছেন।ওরা চেষ্টা করবে ইচ্ছাকৃতভাবে আপনার গায়ে ধাক্কা মেরে আপনার সাথে তর্ককরে গায়েল করতে।সো খুব সাবধান !
মনে রাখবেন ওইসব এলাকার ফুটপাত দিয়ে সন্ধ্যার পর একা একা না চলাফেরা করাই ভাল।
কেউ ভূলেও দ্রূত দৌড় দেবার চেষ্টা করবেন না।যদি দৌড় দিয়েই বসেন তবে জানবেন আপনাকেই ছিনতাইকারী বলে ওরা চিৎকার করবে নয়তবা সামনের দিকে ওদেরই আরেক দল আপনাকে টার্গেট করে আটকাবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।