*~*জীবনে যত কম প্রত্যাশা থাকবে ... .. . তত বেশী ভালো থাকা যাবে*~*
২০১০ সালের শুরুতেই বেশ ভাবে আছি । বেশী ভাবে থাকার দরুণই জীবিত অবস্হায় কিছু জেরীয় বাণী দিলাম। এগুলো আসলে নিজের জন্য কিন্তু কারো মনে ধরলে তারা ও মেনে চলতে পারে......
১ .সব্বাই লুল। কেউ কেউ প্রকাশ্য আবার কেউবা গোপণে .. .
২ .মেয়েরা কোথাও নিরাপদ না। মরে স্বর্গ,নরক যেখানেই যাক না কেন দেখা গেল শয়তান আর দেবদূতরা সেখানে ও ডিস্টার্ব করছে .. .
৩ .কারো জন্য নিজেকে বদলানোর কোন দরকার নেই।
ভালোবাসুন, নিজেকে ভালোবাসুন,শুধুই নিজেকে ভালোবাসুন .. .
৪ .কাজের বুয়ারা ও মানুষ,তাদেরকে ভালোবাসতে শিখুন( তবে ২ নাম্বারি ভালোবাসা না) .. .
৫.যখনি বুঝবেন কারো জন্য মনের আবহাওয়া বৈরী আচরণ করছে তখনি তাকে সযত্নে এড়িয়ে চলুন। কারণ একটা সময় সে দিব্যি গায়ে হাওয়া লাগিয়ে ঘুরবে আর আপনি অহেতুক কষ্ট পাবেন .. .
৬.কেউ যদি নিজের ভদ্র/বিনয়ভাবকে দূর্বলতাভাবে তাহলে এমন বিনয়ভাবকে নিজেকেই গুডবাই বলতে হবে .. .
৭.মানুষ বেশীরভাগ সময় অপূর্ণতায় ভুগতেই থাকে। কেউ কিছু চায় কিন্তু সেটা পায়না(না পাবার অপূর্ণতা)। আবার কেউ পায় কিন্তু সেটা সে আশা ও করেনি. অনাকাংখিত প্রাপ্তিতে ও কেউ কেউ খুশী হয় না .. .
৮.ব্লগটাকে এত্তো সিরিয়াসলি নেবার কিছু নেই। বিনোদনের জন্য আসি।
মাঝে মাঝে ব্লগের উত্তপ্ত পরিস্হিতিতে হুজুগের বশে চিল্লাচিল্লি করার চেয়ে সুশীল/সুশীলা সেজে থাকি। এতে করে অন্তত নিজের ব্লগ বন্ধুদের ব্যানের কারণ না হই। (একান্তই নিজস্ব চিন্তা) .. .
৯.ভার্চু্যাল আর রিয়েল লাইফের মধ্যে দূরত্ব রাখা ভালো। এতে করে ক্যাঁচাল যেমন কম হবে,তেমন করে নিজের প্রাইভেসী রেখে ও শান্তিতে ব্লগিং করা যাবে .. .
পরে মনে আরো ভাবের আর গিয়ানী কথা আসলে বলে যাবো...................
নিজের পিসি থেকে সরাসরি ব্লগ ওপেন হয়না। এক ফ্রেন্ডের বাসায় আসছি সিভি ঠিক করে দিতে।
সে চা বানাতে গেছে এই সুযোগে পোস্ট দিলাম। আমার সব কিছু দেরীতে হয়( গন্ডারীয় আচরণ),তাই সব্বাইকে দেরীতে নববর্ষের শুভেচ্ছা জানালাম....
বিদায় ২০০৯...!!!
স্বাগতম ২০১০...!!!
সবাইকে শুভ-নববর্ষ ২০১০...!!!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।