আমাদের কথা খুঁজে নিন

   

জামায়াত ইসলামী কে দেশবাসীর কাছে পরিচিত করেছে মুলত: আওয়ামীলীগ!!!

কি খটকা লাগছে আমার কথাতে? আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি নিতান্তই নিজের ভাবনা থেকে। আমি কোন রাজনৈতিক বিশ্লেষক নই, আমার ধারনার সংগে দ্বিমত পোষন করতে পারেন যে কেউ। আমার শিরোনামে মুলত: কথাটা লেখার কারন, বি এন পি ক্ষমতায় এসে সরাসরি পৃষ্টপোষোকের ভুমিকায় ছিল জামাতকে রাজনৈতিক দল হিসেবে উথানে বা আজকের এ অবস্থায় আনার জন্য। প্রথম প্রচারনা : সালটা সঠিক মনে নেই তবে আমি তখন বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করছি। প্রথম আমি গোলাম আজমের নাম শুনি যখন তার নাগরিকত্বের বিরুদ্বে আওয়ামীলীগের কেউ একজন মামলা করে।

এই মামলার পর থেকে প্রতিদিন পত্রিকার শিরোনাম হতে থাকলেো গোলাম আজম আর সংগে জামাত শিবিরের নাম। আমার ধারনা পুরো দেশের অধিকাংশ মানুষ এ কারনেই প্রথমবার গোলাম আজম বা জামাত শিবির সম্পর্কে জানতে পারে। আইনে কি ছিল আমি জানিনা তবে শেষ পর্যন্ত দেখলাম গোলাম আজম জিতে গেলো মামলায় এবং তার নাগরিকত্ব পাকাপোক্ত করে দিল আওয়ামীলীগ!!! দ্বিতীয় প্রচারনা : ১৯৯৬ সালে সরকার বিরোধী আন্দোলনে মুক্তিযুদ্বের সব আদর্শ জলান্জলি দিয়ে শুধুমাত্র রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য জামাতের সংগে জোট বাধল আওয়ামীলীগ!!! তখনকার পেপার পত্রিকায় আসতে থাকে জামাত নেতাদের সংগে আওয়ামীলীগের শীর্ষস্তানীয় নেতাদের!! এই জোটবদ্বতা আবার সুযোগ এনে দেয় জামাতকে দেশবাসীর নিকট প্রচার করতে বিশেষ করে তখন জামাতের কোন খারাপ দিক মিডিয়াতে আসতোনা অন্তত, তাই এ প্রচারনা জামাতের পক্ষে চলে যায়। সবচাইতে বড় যে ক্ষতিটা হয় তা হলো জামায়াত রাজনীতি করার আত্নবিশ্বাস খুজে পায় যা পরবর্তিতে বি এন পি কে বাধ্য করতে কাজে লাগে তাদের। তৃতীয় প্রচারনা : ২০১৩!! সবাই হয়ত বলবেন ২০১৩ তে তো ২য় মুক্তিযুদ্ব হচ্ছে তাহলে জামায়াতের প্রচার কিভাবে হলো?? হয়েছে বলছি কারন বাংলাদেশ সহ গোট দুনিয়ার মিডিয়া এখন জামায়াত নিয়ে কথা বলছে।

জামায়াত নিয়ে গবেষনা করছে!!!! সবাই একবাক্যে স্বীকার করছে জামায়াত ভাল না, জামায়াতের এদেশে রাজনীতি করার অধিকার নেই, তাহলে সংসদে একক সংখ্যাগরিস্ঠ আওয়ামীলীগ কেন জামায়াতের রাজনীতি নিশিদ্ব করছে না?? আওয়ামীলীগের নিজের আন্দোলনে প্রতিস্ঠা করা তত্বাবদায়ক সরকার বাতিল করতে পারে, হিজবুত তাহরির বা আরো কিছু ইসলামী দল নিষিদ্ব করতে পারে, তাহলে জামায়াত কে কেন নিশিদ্ব করা হচ্ছে না? আমার মতে এটা একটা রাজনৈতিক স্ট্যানবাজী আওয়ামীলীগের। কালকেই তথ্যমন্ত্রী ইনু সাহেব বললেন, জামায়াত নিষিদ্ব করার কোন পরিকল্পনা সরকারের নেই!!! তাহলে এ আন্দোলনের ফলাফল আসলে কি দাড়ালো?? একজন কাদের মোল্লার ফাসী!!! বা কতিপয় অপরাধীর সাময়িক বিচার!! একান্ত নিজের ভাবনা লিখলাম, যে কেউ দ্বিমত পোষন করতে পারেন। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.