...
সেদিন দিগন্ত টিভি চ্যানেলে সামান্য কিছুক্ষণ চোখ রেখেছিলাম। বাবা কি যেনো বলছে আমি চোখ ফেরাতে পারছিনা আর মুখেও প্রায় শব্দ হচ্ছে না। কী দেখছি এসব! বাবাকে হাতের ইশারায় একটু থামতে বলে পুরো নাচ-গানটি দেখলাম। ইয়ো-ইয়ো সংস্কৃতির হিপ-হপ স্টাইলের পুরোমাত্রার ওয়েস্টার্ন স্টাইলে করা একটি এড করেছে বাংলালিংক সম্প্রতি। সাধারণত বাংলালিংকের প্রায় এডই(বেশ নজরকাড়া এবং খারাপ লাগেনা)।
তো আমার তখন বিশ্বাসই হচ্ছিলো না রাজাকার শ্রেণীর চ্যানেল দিগন্ততে এমন একটি এড দেখানো হচ্ছে। মজার ব্যাপার হচ্ছে, এডটি আমি দিগন্ত টিভিতেই প্রথম দেখেছি খুব সম্ভব ৩১শে ডিসেম্বরেই।
এই জাতীয় নাচ-গান নিয়ে আমার খুব একটা মাথা ব্যথা নেই এবং সেটা নিয়ে হয়তো ব্লগে একটি বাক্যও লিখতাম না। কিন্তু ড. জাফর ইকবালের সম্প্রতিক একটি ভিডিও ফুটেজ নিয়ে যেভাবে তার চরিত্রহানি করা হয়েছে। তাতে মনে একটি প্রশ্ন এলো।
এইসব সংস্কৃতির ধারক ও বাহক ব্লগাররা একবারও কি বাংলালিংকের এই এডটি দেখেননি? ড. জাফর ইকবাল তার মেয়ে এবং স্ত্রীকে নিয়ে ছাত্রীদের আনন্দানুষ্ঠানে যোগ দিয়েছেন এবং তাদের আনন্দে একাত্মতা প্রকাশ করেছেন। তাই মহাভারত অশুদ্ধ হয়ে গেলো? হিন্দীর আগ্রাসন হয়ে গেলো? কতোজন দর্শক ঐ অনুষ্ঠানটির দর্শক? তাদের শিক্ষাগত যোগ্যতা বা বিচার ক্ষমতা কেমন? কতোজনে বাংলালিংকের এডটি দেখবে? দিগন্তটিভি নামক জামাত-শিবিরমনস্ক টিভির দর্শকদের মধ্যে এডটি দেখে প্রভাবিত হবার সম্ভাবনা কতোটুকু?
আমার দুর্বল যুক্তি হচ্ছে এই যে, ড. ইকবালের সেই অনুষ্ঠানের গান বা নাচটি যদি কুরুচিপূর্ণ হয়ে থাকে তাহলে বাংলালিংকের এই এডটি তো দ্বিগুণ কুরুচির হবার কথা!
বিদ্র: এডটির কোনো ভিডিও ইন্টারনেটে পেলাম না। কেউ লিংক পেলে এখানে দিয়ে গেলে ব্লগার জাতি উপকৃত হতেন মনে হয়।
আপডেট হচ্ছে, একটু আগেই পেলাম ভিডিওটি এই লিংকে ক্লিক করে দেখে নিতে পারেন যাদের দেখার সৌভাগ্য এখনো হয়নি ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।