আমাদের কথা খুঁজে নিন

   

জানাতে বিদায়



আজ বছরের শেষ প্রান্তে এসে জানাতে বিদায় তোমাকে হ্রদয় য়ে থর থর কাঁপে, উদাত্ত পৃিথবীর কাছে প্রশ্ন রাখি কি দিয়েছি তোমায় নিয়েছি বা কতটুকু। জানাতে বিদায় তুমি এসেছো এ কোন কাঙ্গালীর বেশে আজ তো সোনালী রৃদ্র খেলেনি ফসলের বুকে, পড়েনি শিশির সবুজ ঘাসে পাখিরা উড়েনি সারি বেঁধে দূর পাড়া গাঁ থেকে হ্রদয় ভাঙ্গা কৃষাণের সুর ভেসে আসে, বেঁচে থাকার এতটুকু অবকাশ নেই তার। ব্যর্থতায় ছুঁয়ে গেছে তাকে এ কোন বেশে জানাতে বিদায় তুমি এসেছো উড়িয়ে চুল আকাশে , বৃষ্টির রিনিঝিনি শব্দ শৃনতে কি পাওনা তুমি মাঝি নিয়েছে বৈঠা হাতে নদী য়ে হয়নি পার, জানাতে বিদায় তুমি এসেছো কালচক্রে তুমি আসো অতীতকে ভূলিয়ে নতুনের জয়ধ্বণি নিয়ে, হারিয়ে তোমাকে খুঁজি আমি অতীতের সেই পুরনো ডায়রীতে। --- শিফাত জাহান ইসলাম

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।