নিজেকে সবসময় এডিট করুন চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর আপন প্রাঙ্গণতলে দিবসশর্বরী বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি, যেথা বাক্য হৃদয়ের উত্সমুখ হতে উচ্ছ্বসিয়া ওঠে, যেথা নির্বারিত স্রোতে দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায় অজস্র সহস্রবিধ চরিতার্থতায়, যেথা তুচ্ছ আচারের মরুবালুরাশি বিচারের স্রোতঃপথ ফেলে নাই গ্রাসি - পৌরুষেরে করে নি শতধা, নিত্য যেথা তুমি সর্ব কর্মচিন্তা আনন্দের নেতা, নিজ হস্তে নির্দয় আঘাত করি, পিতঃ, বাংলাদেশকে সেই স্বর্গে করো জাগরিত॥ দলমত, ধর্মমত, আস্তিক-নাস্তিক নির্বিশেষে সকলেরই একদল, এক মত হওয়া উচিত। সেটি কোনো রাজনৈতিক দল নয়, কিন্তু জনগণেরই দল। তা হতে পারে এই নামে - বাংলাদেশ ব্লগার্স পার্টি। যাত্রা তব শুরু হোক, হে ব্লগার, হানো আঘাত দ্বারে নবযুগ ডাকিছে তোমারে, রেষারেষি, মতানৈক্য সব ভুলে সমতার কাতারে দাঁড়াও শক্তি তব বৃদ্ধি করো, সংহতির দু হাত বাড়াও। হে ব্লগার, অকুতোভয়, নির্ভীক এগিয়ে চলো, জয় তব হবে নিশ্চয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।