চিত্ত বনাম বিত্ত
বৈভব যখন কারো আয়ত্বে আসে
শত সুখ তারা ভাবে করতলে,
বাসনার ঘোড়া দৌড়ে ফেরে
সুকুমার বৃত্তিগুলো যায় রসাতলে।
স্বতস্ফুর্ত চিত্তের রীতিনীতি
বাঁধ দিয়ে তারে ঢেকালে গতি
নেতিয়ে গেলো উথাল নদী
থেমে গেল স্রোতধারা,
দিনের আলো হলো হলো অমানিশা
ঢাকা পড়লো হৃদয়ে ছিল যত তারা।
চিত্ত এখন অচল, অর্থব
বৃত্তই তারে চালনা করে,
বৈভব বাতলে দেয় পথটি তারে
মানুষ্যত্বকে টিক্কা মেরে।
হায়রে চিত্ত ! তু্ই হলিনা ক্ষিপ্ত
বুঝলিনা তোর শক্তি বল,
নিজেকে মুক্ত করবি কবে
বৃত্ত বৈভবের পায়ে কবে পরাবি মল।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।