আমি পবিত্র ভালোবাসার কথা বলি,আমি পরিবর্তনের স্বপ্ন দেখি,চাই আনন্দের পৃথিবী।
শীতের সকালে উড়ে যায় পাখির দল,
নানান রঙের পাখি,এক ঝাঁক পাখি।
ধীরে ধীরে চোখ ঝাপসা হয়ে আসে,
হারিয়ে ফেলি কি যেন দেখছিলাম।
কতটা সময় মগ্ন ছিল আঁখি!!
রেষটা কাটে নি,মনোযোগের প্রস্থান।
সকালের পত্রিকা ও চায়ের কাপ,
নিয়মিত অভাবের গল্প লিখে সব।
শত অভাবে কালো হৃদয় তখন
খুঁজে ফিরে প্রেমিকার হাসি। ।
নিষ্পাপ সে হাসি,অপলক চাহনি
ফ্রেমে বন্দী হতে ইচ্ছে হয়।
ইচ্ছের ঘরে টান পরে,
আর আমায় ছিঁড়ে খায়
শৃঙ্খলিত সমাজের বন্য কুকুর। ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।