আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগার ভাবনাঃপ্রজন্ম তন্ত্র

ব্লগার ভাবনাঃপ্রজন্ম তন্ত্র আতিক আল ফারহাদ আমি দেখেছি দুই শুন্য তেরো দেখিনি একাত্তর আমি দেখেছি শাহবাগ উন্মাদের সমুদ্দুর; চেতনায় আমার প্রজন্ম একাত্তর ধর্মের জয়ে শোকে শোকাতুর আমি দেখিনি হানাদার দেখিনি রাজাকার আমি দেখেছি ছাত্রলীগ ধর্ষনের হিড়িক। সেঞ্ছুরি তম ইজ্জত হারিয়ে ধর্ষিতা নারীর আর্তনাদ; আমি দেখেছি শিবির সেই পূর্ব অন্ধকার হিজাব দিয়ে ঢেকে রাখে তারা সুন্দরী নারীর অবয়ব আকার। নারী আমার ভোগ্য পন্য ভোগেই হবে ছন্ন ছন্ন হিজাব কেন রাখবে ঢেকে আমার কামনার তন্ত্র পন্য। আমি দেখিনি কোনো আলেম দেখিনি মুফাসসির আমি দেখেছি শাহবাগ উত্তাল কমিউনিস্ট। ধর্ম কর্ম করে নিঃশেষ ছড়াবো সেথা হিংসা বিদ্বেষ আমি ব্লগার আমি কমিউনিস্ট; আমিই শাহবাগের প্রজন্ম একাত্তর ইসলাম আমার জাগ্রত শত্তুর।

মুছে দিয়ে খোদার নাম ফ্রম সংবিধান স্থাপিব সেথা মাও সেতুং এর বিধান; কবর রচিব আছে যত আলেম যত শত দ্বীনদার মুফাসসির আমি ব্লগার আমিই কমিউনিস্ট। আমি উন্মাদ আমি নাস্তিক আমি শাহবাগ আমি তান্ত্রিক আমি ব্লগার আমি কমিউনিস্ট আমিই শাহবাগের প্রজন্ম একাত্তর। ধর্ম থাকবে মসজিদে মোল্লায় সমাজ যায় যাক রস গোল্লায় অশ্লীলতা আর আধুনিকতা মোরা বাচব নিয়ে হেথা। আমি উন্মাদ আমি নাস্তিক আমি শাহবাগ আমি তান্ত্রিক আমি ব্লগার আমি কমিউনিস্ট আমিই শাহবাগের প্রজন্ম একাত্তর। জয় বাংলা জয় নাস্তিক আমরা সবাই কমিউনিস্ট সব শেষে মোর এই কামনা ধব্বংস হোক সব ইসলামী রাজনীতিবিদ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.