সকল মৌলিক লেখার সত্ত্ব লেখকের ।
দরিদ্রতা ইদানিং তুমি এক পণ্য
দরিদ্রতা ইদানিং তুমি এক পণ্য
তোমার অতি ব্যাবহারে অনেকেই ধন্য
জয় হোক গরিবীর গরিব থাক আজীবন
সম্মান পেতে বড়ো তোমাদের প্রয়োজন
দুই চোখে আঁসু বহে রাজনীতি বেপারির
ক্ষমতায় গেলে তিনি শেষ হবে গরিবীর
তাদেরই ভোট নিয়ে নেতাজী সে একদিন
ক্ষমতার মসনদে চলে যান দ্বিধাহীন
চৌদিকে গাড়ি বাড়ি হাসি খুশি ভরা দিল
বেড়ে গেছে মেদ তার দেখা দেয়া মুশকিল
সোনার হরিণ তাই নেতাজীর সাক্ষাত
আগের মতোই কাটে গরিবের দিন রাত
জয় হোক গরিবীর গরিব থাক আজীবন
ক্ষমতায় যেতে হলে তোমাদের প্রয়োজন
গরিবের দুঃখে এনজিও’র অন্তর
হা হুতাশ সারাক্ষন চেঁচামেচি দিনভর
দেখে যদি লাল নোট দক্ষিণা বিদেশের
মনে আসে সন্তোষ টাট বাড়ে অফিসের
সাথে বাড়ে সুদ-হার কর্মীরা চাঙ্গা
দাদনের বেপারের নখ দাঁত নাঙ্গা
জয় হোক গরিবীর গরিব থাক আজীবন
দাদনের ব্যাবসাতে তোমাদের প্রয়োজন
তোমাদের নাম নিয়ে কবি লেখে কতো গান
শব্দের গাঁথুনিতে ভরে যায় মন প্রাণ
গরিবের দুঃখে কবি-মন উচাটন
বিপ্লবী কবিতায় দেশ জুড়ে আলোড়ন
চারিদিকে কত নাম কবিতার বোদ্ধা
গরিবের দরদী সে কলমের যোদ্ধা
জয় হোক গরিবীর গরিব থাক আজীবন
সম্মান পেতে বড়ো তোমাদের প্রয়োজন
দরিদ্রতা ফুটে ওঠে শিল্পীর তুলিতে
জমে কতো সুনামের বাহ বাহ ঝুলিতে
দর্শক গ্যালারিতে করে কতো গুণ গান
প্রতিভার জুড়ি নেই রাখলো দেশের মান
চিত্র এ তো চিত্র নয় দরিদ্রতা-অঙ্কন
দাম বাড়ে চিত্রের শিল্পীর ও খোশ মন
জয় হোক গরিবীর গরিব থাক আজীবন
নাম কুড়াতেই বড়ো তোমাদের প্রয়োজন
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।