আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগার জরিপ-১৩। আজকের প্রশ্ন, শেখ হাসিনার একটি বাড়ি, একটি খামার—বাংলার মানুষকে দরিদ্রতা থেকে মুক্তি দিতে পারে। ইউনূসের ক্ষুদ্রঋণ তা পারবে না, ধীরেন্দ্র দেবনাথের বক্তব্যের সাথে আপনি কি একমত?

আশ্বাস দেওয়া রাজনীতিবিদ কিংবা রাষ্ট্রপ্রধানদের রাজনীতিক মিথ্যাচারের আরেক নাম।

নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসের ক্ষুদ্রঋণ প্রকল্প বাংলার মানুষকে দরিদ্রতা থেকে মুক্তি দিতে পারেনি বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাংসদ ধীরেন্দ্র চন্দ্র দেবনাথ। আজ রোববার রাতে জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের ওপর বক্তব্যকালে বরগুনার সাংসদ ধীরেন্দ্র দেবনাথ বলেন, বঙ্গবন্ধুর দ্বিতীয় বিপ্লব এবং শেখ হাসিনার একটি বাড়ি, একটি খামার—বাংলার মানুষকে দরিদ্রতা থেকে মুক্তি দিতে পারে। ইউনূসের ক্ষুদ্রঋণ তা পারবে না। এমপি ধীরেন্দ্র চন্দ্র বেনাথের এই বক্তব্যের সাথে আপনি কি একমত? হ্যাঁ না মন্তব্য নেই ============ গত পর্বের ফলাফল।

গত পর্বের প্রশ্ন ছিল, রোহিঙ্গার অনুপ্রবেশ বন্ধ করতে সরকারের জরুরী পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করেন কি? এস এ মেহেদী বলেছেন: হ্যাঁ খাঁচার ভিতর অচিন পাখী বলেছেন: হ্যাঁ সবসাচী বলেছেন: হ্যাঁ আশার রাজ্যে নিরাশার মেঘ বলেছেন: হ্যাঁ ========= এছাড়া ব্লগার আম-আঁটির ভেঁপু বলেছেন: হ্যা-না কিছুই বলার নাই। কারণ, প্রশ্নটাই আমার কাছে খাপছাড়া। আমরা যখন পাকিস্তান সৈন্যদের হাতে নিষ্পেষিত ছিলাম- তখন ভারত আমাদের শরণার্থীদের জন্য তাদের দুয়ার খুলে দিয়েছিল। তাদের আইন-শৃঙ্খলার অবনতি হয়েছিল, তাদের অর্থনীতির উপর মারাত্মক চাপ এসেছিল, কিন্তু তারা কোনো বাংলাদেশীকে সীমান্ত পার হতে বাধা দেয় নি। আমরা ছোটো দেশ, আমরা নিজেরাই অনেক সমস্যায় জর্জরিত।

তার পরে বাড়তি সমস্যা ঘাড়ে নেব কেন? রোহিঙ্গারা নিষ্পেষিত, নির্যাতিত তাদের দেশে। আমরা কেন তাদের জন্য অতিরিক্ত মাথাব্যথা নেব? এমন প্রশ্ন যুক্তিযুক্ত। কিন্ত হয়তো মানবতার প্রশ্নে যুক্তি সবসময় কাজ করে না। আমি জানিনা সরকারের কি করা উচিত। কিন্তু বন্দুকের ডগায় রোহিঙ্গাদের আটকে দেয়া কিংবা নিজের দেশে ফেরত যেতে বাধ্য করা মানবিক নয় অন্তত।

কিংবা কি জানি, ... আমাদের হয়তো 'মানবিক' সিদ্ধান্ত না নিয়ে 'যুক্তিযুক্ত' সিদ্ধান্তই নেয়া উচিত। ============== ব্লগার কদমা বলেছেন: গত পর্বের প্রশ্ন ছিল, দেশ আজ চরম সঙ্কটে, এরশাদের এ বক্তব্যের সাথে আপনি কি একমত? উত্তর : হ্যা । আপনি কি মনে করেন রোহিঙ্গাদের এই অবৈধ অনুপ্রবেশ বন্ধ করতে সরকারের জরুরী পদক্ষেপ নেওয়া উচিত? আপনার প্রশ্ন টা হ্যা বা না উত্তরের জন্য নয় । সরকারের জরুরী পদক্ষেপ নেওয়া উচিত তবে অনুপ্রবেশ বন্ধ করতে নয় ; আইন শৃঙ্খলা রক্ষা করে তাদের মান সম্মত আশ্রয়, খাবার, শিক্ষার ব্যাবস্থা করতে । আমরা স্বার্থ পর বা অমানবিক জাতি কোনদিনও ছিলামনা, ভবিষ্যতেও হতে চাই না ।

========= ব্লগার বালক বন্ধু বলেছেন: হ্যা জরুরী পদক্ষেপ নেওয়া উচিত হবে। তবে তা শুধু তাদের আসা বন্ধ করার মধ্যে সীমাবদ্ধ না রেখে যারা এসেছে তাদের জন্য জাতিসংঘের উদ্বাস্তু আইন অনুযায়ী ব্যবস্থা করা উচিত। এ ব্যাপারে জাতিসংঘের সাহায্য চাওয়া যেতে পারে। রোহিঙ্গাদের সমস্যাটা আন্তর্জাতিক ভাবে তুলে ধরতে হবে। তাহলে উভয়দেশ এবং রোহিঙ্গারা উপকৃত হবে।

রোহিঙ্গাদের কারনে আমাদের দেশের যে ক্ষতি হচ্ছে তা অস্বীকার করা যাবে না। তাই যা করার এখনই দ্রুত করতে হবে। নাহলে দেখা যাবে এক সময় তারা ঐ অঞ্চল দখল করে হয়তবা বলবে এটি আমাদের। আমাদের স্বাধীন করে দাও। ========== ব্লগার জরিপে অংশ নিয়ে আপনাদের মতামত শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

ভালো থাকুন। শুভ কামনা সবার জন্য।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.