আমাদের কথা খুঁজে নিন

   

ইন্ডিয়ার বাস্তবতা (The reality of India): দরিদ্রতা

''মিথ্যা আরম্ভ হয় নিজের ভুল কে অস্বীকার করার মাধ্যমে'' আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্দিয়ার সম্পর্কে আমাদের অনেকের যা ধারনা টিভি, মিডিয়া,হিন্দি ফিল্ম, নাটক ইত্যাদির মাধ্যমে, আসলে তার বাস্তবতা পুরোটাই উল্টো। ইন্ডিয়ার বাস্তবতা সম্পর্কে আজকের বিষয় দরিদ্রতা- WFP(World Food Programme) অনুসারে পৃথিবীর মোট ক্ষুধার্ত লোকের ৫০% লোক ইন্ডিয়ায় বসবাস করে যা পুরো আফ্রিকা মহাদেশের ক্ষুধার্তের সংখ্যার চেয়ে বেশি।Global Hunger Index (GHI) এ ইন্দিয়ার পজিশন ৮৮ টা দেশের মধ্যে ৬৬ যেখানে দক্ষিন এশিয়ার মধ্যে ইন্দিয়ার অবস্থান সর্বনিম্ন থেকে দ্বিতীয়। IFPRI অনুসারে ক্ষুধার্ত দিক থেকে ইন্দিয়াকে ALARMING category তে ফালানো হয়েছে। প্রত্যেক ১০ জনের মধ্যে ৬ জন ইন্দিয়ায় গ্রামঞ্চলে বসবাস করে।ইন্দিয়ার মোট জনসংখ্যার ৩৪.৭% লোকের দৈনিক আয় ১ ডলারের নিচে, আর ৭৯.৯% লোকের দৈনিক আয় ২ ডলারের নিচে।India’s planning commission report অনুসারে ইন্দিয়ার মোট জনসংখ্যার ২৬.১% লোক দরিদ্র সীমার নিচে বাসকরে। [World Bank এর দরিদ্র সীমা হল দৈনিক আয় ১ ডলার আর ইন্দিয়ার দরিদ্র সীমা হল মাসিক আয় ৩৫০ রুপি অথবা দৈনিক আয় ৩০ সেন্ট] সুত্রঃ The Reality of india

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.