আমাদের কথা খুঁজে নিন

   

শিল্পাচার্য জয়নুল আবেদিন কেন সমাজ বিপ্লবে প্রাসঙ্গিক?


আজ ২৯ ডিসেম্বর ২০০৯ শিল্পাচার্য জয়নুল আবেদিনের ৯৫ তম জন্ম দিবস। ( জয়নুল আবেদিন ১৯৫৫সাল) আমার অতি শৈশবে বড় বোন তার শিশু পাঠে শিল্পাচার্যে জীবনী পড়তেন , তখনই এই মানুষটি আমাকে স্বপ্নাবিষ্ঠ করেছিলেন। স্বপ্ন দেখতাম বড় হয়ে শিল্পী হব। জয়নুলের মত শিল্পী হব। মৌলবাদী স্কুল শিক্ষকদের কুশিক্ষার নানা তিক্ত অভিজ্ঞতায় আর শিল্পী হওয়া হয় নি।

কিন্তু চল্লিশের মনন্তরের উপর জয়নুলের কায়লার টানে আঁকা ছবিগুলো শিশু মনে এক স্থায়ী ছাপ ফেলে দিয়ে গিযেছিল। জন্ম দিয়েছিল একটা প্রশ্নবোধক আর সে প্রশ্নের উত্তর জানার প্রায়স আজও থেমে যায় নি। ১৯৪৩ সালে কয়েক লক্ষ মানুষ দুর্ভিক্ষে যখন না খেয়ে মরে পরেছিল নর্দমা আর ডাস্টবিনের ধারে তখন আবেগ তাড়িত তরুণ জয়নুয় সমযের চিত্র তার রেখার আঁচড়ে বন্দী করে রেখে গিয়েছেন। অতি নবীন বয়সে কলকাতার আর্ট করেজের ছাত্র জয়নুলের আঁকা গুলোর শিল্প মান নিয়ে নান বিতর্ক আছে। কিন্তু তাঁর এই ছবিগুলো সমাজবিজ্হান ও অথৃশাস্ত্রের সামনে এক বিশাল প্রশ্নবোধ চিহ্ন হয়ে দাড়ি থাকবে।

কি সেই প্রশ্ন? খাদ্য উৎপাদন প্রত্যাশা অনুকূল থাকার পরও কেন যুগে যুগে সাধারন মানুষ অনাহারে - অপুষ্টিতে মৃত্যুবরণ করে?
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.