আমি সত্য জানতে চাই
কথা বলে যাঁর ছবি তিনি শিল্পাচার্য জয়নুল আবেদীন। মানবতাবাদী এই শিল্পীর জন্মদিন আজ। তাঁর জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা ।
শিল্পাচার্য জয়নুল আবেদীন ১৯১৪ সালের ২৯ ডিসেম্বর কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেন। ১৯৩৮ সালে আর্ট কলেজ থেকে শিল্পকলা বিষয়ে শিক্ষা লাভ করে সেখানেই শিক্ষকতা শুরু করেন।
১৯৪৮ সালে তিনি সরকারি আর্ট ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন। বাংলা ১৩৪৯ সালের দুর্ভিক্ষের সময় রাস্তায় পড়ে থাকা ছিন্নমূল মানুষের ছবি ও স্কেচে জয়নুলের ক্যানভাস জীবন্ত হয়ে উঠে।
এ ছবি একেঁই মানবতাবাদী এই শিল্পীর খ্যাতি ও সুনাম চারিদিকে ছড়িয়ে পড়ে। ১৯৭০ সালে জয়নুল এঁকেছিলেন দীর্ঘ এক ছবি, নবান্ন। এ ছবি গ্রাম বাংলার জীবনের প্রতিচ্ছবি ।
১৯৭০ সালে যখন বাংলাদেশে ঘটে যায় ভয়াবহ ঘুর্নিঝড় ও জলোচ্ছাস, তখনো জয়নুল সেই ধ্বংসলীলার ছবি একছিলেন - ’মনপুরা ৭০’।
তাঁরই প্রচেষ্টায় ১৯৭৫ সালে শিল্পকলা একাডেমী প্রতিষ্ঠিত হয়। তাঁর স্মৃতিকে ধরে রাখার জন্য জাতীয় জাদুঘরে প্রতিষ্ঠিত হয়েছে জয়নুল আবেদীন গ্যালারী। প্রায় ৭০০ ছবি এতে সংগ্রহশালায় রয়েছে। শিল্পাচার্য জয়নুল আবেদীন ১৯৭৬ সালের ২৬ এপ্রিল মৃত্যুবরণ করেন।
ঢাকা আর্ট কলেজ প্রাঙ্গনে তাঁকে সমাহিত করা হয়। আজ তাঁর জন্মদিন ।
জন্মদিনে এই মানবতাবাদী শিল্পীর প্রতি রইল আমাদের গভীর শ্রদ্ধা। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।