আমাদের কথা খুঁজে নিন

   

এখানে জমে শুধু শিশিরের ছাই

ডুবোজ্বর

যাও নদী আর ফিরবে না পাহাড়ে যাও নদী তার রূপ বদলে ফেলেছে যাও নদী একা পুড়ে গেছে নুনে যাও এমনই চিরদিন রক্তলগ্ন ভোর ক্লান্ত চোখ ঘুমোতে পারে না ক্লান্ত চোখ অনেক গোপন ধরে অস্থির ক্লান্ত চোখ আর কাঁদতে পারে না ক্লান্ত চোখ বুজে আসে বুজে আসে নিজেকে ডাকো ভোরের প্রান্তে নিজেকে ভাবো আলোহীন জোনাক তুমি একদিন ধীরে পুড়েছিলে তুমি একদিন আলো করেছিলে আমি কোথাও যেতে পারি না আর শীতের আঁচে শীত পুড়ে যায় আবার এখানে কেবল শিশির নামাই এখানে জমে শুধু শিশিরের ছাই প্রতিদিন কেটে চলে শুষ্ক খেচর প্রতিরাতে হাত বাঁধে কৌম মধুকর

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.