বৃহস্পতিবার দুপুরে জামালপুর পাবলিক হলে জেলা বিএনপির কর্মীসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের ব্যাপারে আওয়ামী লীগ সঙ্কট সৃষ্টি করেছে, ফলে এ সঙ্কট সমাধানও তাদেরই করতে হবে।”
জাতীয় সংসদের আগামী অধিবেশনে সংবিধান সংশোধন করে নির্দলীয় তত্ত্বাবধায়কের বিল পাশ করা হলে বিএনপি যেকোন স্থানে আলোচনা বসতে রাজি আছে বলেও তিনি জানান।
বিরোধী দলীয় এ নেতা বলেন, “বর্তমান সরকার গণতন্ত্র বুঝে না, তারা বুঝে হত্যা-গুম।”
তারা বাকশালী কায়দায় বিগত সাড়ে চার বছরে বিএনপির হাজার নেতা-কর্মীকে গুম ও হত্যা করেছে বলেও অভিযোগ করেন ফারুক।
জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মীসমাবেশে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা এস এম আব্দুল হালিম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ওয়ারেছ আলী মামুন, সাবেক সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাত, সাবেক সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু ও মেলান্দহ উপজেলা বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুল প্রমুখ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।