ব্যান্ডউইড মিটার প্রত্যেক ইন্টারনেট ব্যবহারকারীর জন্য খুবই গুরুত্বপূর্ন জিনিষ । ডাউনলোড স্পিড ক্রস করেছে কিনা, আই এস পি কথামত স্পিড দিচ্ছে কিনা ইত্যাদি মাপার জন্য ব্যান্ডউইড মিটার আব্যশক । আমাদের দেশে সবচেয়ে জনপ্রিয় ব্যান্ডউইড মিটার হচ্ছে DU Meter । কিন্তু এটি ফ্রি নয় । আজ কিছু ফ্রি ব্যান্ডউইড মিটারের কথা আলোচনা করব ।
ইনস্টলার বেসড
ShaPlus Bandwidth Meter: এটি Freeware । খুব সহজেই এর দ্বারা ব্যান্ডউইথের হিসাব রাখতে পারবেন । এটি মাত্র 101 KB । http://www.shaplus.com/exes/misc/ShaPlus Bandwidth Meter-Setup.exe
Bandwidth Meter: এটি Open Source সফটওয়্যার । এর সবচেয়ে ভাল দিক হল এক স্থানে কয়েকটি পিসি থাকলে এটি সেগুলোও এক সাথে মনিটর করতে পারে ।
তাছাড়া লিমিট এক্সিড হলে নোটিস, ping, traceroute ইত্যাদিও করতে পারে এটি ।
Click This Link
FreeMeter: এটিও Open Source সফটওয়্যার । ব্যান্ডউইড মিটারিং ছাড়াও Ping, Trace, UPnP ইত্যাদি কাজে ব্যবহার করা যাবে একে । এটি চালাতে পিসিতে .NET 2.0 দরকার । Click This Link
পোর্টেবল
Bandwidth Meter Pro: এটিও একটি ফ্রি টুল ।
সবচেয়ে ভাল কথা এটি পোর্টেবল । প্রায় সবকিছুই করতে পারে এটি । http://www.megaupload.com/?d=F0MXLWHF
ওয়েব বেসড
2wire: এটি বেশী কিছু করতে পারে না । শুধু ব্যান্ডউইড বলতে পারে । http://2wire.com/bandwidth/initialmeter.php
সূত্র http://cyberfi.co.tv
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।