দিকে দিকে শূনতে পাই মানুষের ক্রন্ধন
পুজিপতিরা নিয়ে খাচ্ছে মানুষের ধন।
ওহে নবীন কোথায় আজ তোমরা?
তোমরাকি শুনছনা ওদের আহাজারী. .?
দূর্বলকে দেয় কারা হুশীয়ারী,
তাদের বিষদাঁতকি পারনা ভেঙ্গেদিতে?
পারনাকি তোমরা অভিচার তাড়িয়ে শান্তির পতাকা ওড়াতে?
তোমরাকি দেখতে পাচ্ছনা পূব আকাশে সূর্য ঊদিত হয়েছে?
দেখতে পাচ্ছনাকি তোমরা চারিদিকে মজলুম জনতা জাগছে?
এখনো সময় আছে জাগো তোমরা ধর হাল
তোমরাই পার ওড়াতে পাল
অসীম সাহস রয়েছে মতামাদের বক্ষে
তোমরাই পার নিয়ে যেতে অভীষ্ঠ লক্ষ্যে।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।