মানুষ আর প্রাণীর মধ্যে পার্থক্য হলো-চেতনাগত ও সংস্কৃতিগত।
আইন প্রতিমন্ত্রী এয়াদভোকেট কামরুল ইসলাম বলেন, খুব শীঘ্রই প্রতিবন্ধী আইন’০৯ পাস হবে। প্রতিবন্ধীদের অধিকার ও মর্যাদা সুরক্ষার লক্ষ্যে বর্তমান সরকার কাজ করছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী প্রতিবন্ধীদের অধিকার ও মর্যাদা রক্ষার বিষয়ে সকল ধরনের কাজ সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন। এ বিষয়ে আমরা প্রায় সকল কাজ সম্পন্ন করেছি।
এখন শুধু এই আইনটি পাসের অপেক্ষায়। আগামী সংসদ অধিবেশনে এই পাস হবে বলে আশা করছি।
তিনি বলেন, প্রতিবন্ধী শিশুরা তাদের গানের মাধ্যমে আমাদের জানিয়ে দিয়েছে, প্রতিবন্ধীদের অধিকার ও মর্যাদা বাস্তবায়নের কথা। তারা স্নেহ-ভালোবাসা থেকে বঞ্চিত, তাও গানের মাধ্যমে জানিয়ে দিয়েছে।
এ সকল শিশুদের অধিকার বাস্তয়নের জন্য সকলকে এগিয়ে আসতে হবে, আজ বিকেল ৫টায় কেন্দ্রীয় শহীদ মিনারে ‘রোড টু রাইটস’-এর পদযাত্রার সমাপনী দিনের সাংস্কৃতিক ও আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে এসব কথা বলেন।
ডিআরআরএ-এর চেয়ারম্যান ড.গোলাম রহমানের সভাপতিত্বে এবং একশনএইড বাংলাদেশের অধিকার ও সামাজিক ন্যায় বিচার বিভাগের প্রধান রাবেয়া সুলতানার পরিচালনায় এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মানুষের জন্য ফান্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম, জাতীয় প্রতিবন্ধী ফোরামের সভাপতি খন্দকার জহিরুল আলম, বাংলাদেশ শিশু অধিকার ফোরামের ওয়াহিদা বানু, ডিআরআরএ-এর নির্বাহী পরিচালক ফরিদা ইয়াসমিন প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে প্রতিবন্ধী শিশুরা পটগানসহ নানা ধরনের পরিবেশনা পরিবেশন করে।
বক্তারা বলেন, প্রতিবন্ধীদের অধিকার ও মর্যাদা বাস্তবায়ন করতে হলে প্রথমে আমাদেরকে এ বিষয়ে জানতে হবে এবং সচেতন হতে হবে। তারপর প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে সকলকে এগিয়ে যেতে হবে। প্রতিবন্ধী শিশুদের সম্ভাবনাকে কাজে লাগাতে হবে।
তাদেরকে শিক্ষা ও বিভিন্ন সুযোগ-সুবিধার মাধ্যমে গড়ে তুলতে হবে।
বক্তারা আরো বলেন, এদের অধিকার রক্ষার জন্য আমাদের দৃষ্টিভঙ্গী পরিবর্তন করতে হবে। তারপর এ বিষয়ে সামাজিক সচেতনা গড়ে তোলার কাজ করতে হবে।
বক্তারা বলেন, প্রতিবন্ধীদের অধিকার ও মর্যাদা রক্ষার জন্য পারিবারিক কাউন্সিলিংও একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। এ ক্ষেত্রেও প্রতিবন্ধী শিশুদের মাতা-পিতা ও আত্মীয়-সজনকে সচেতন করার কাজটি আমাদের সকলকে একত্রে করতে হবে।
বক্তরা বলেন, প্রতিবন্ধীদের অধিকার ও মর্যাদা রক্ষার বিষয়ে এনজিওগুলো কাজ করছে। তাদের কাজের পাশাপাশি সমাজের শিক্ষিত মানুষগুলোকে এদের সহযোগিতায় এগিয়ে আসা একান্ত প্রয়োজন। প্রতিবন্ধীদের পুনর্বাসনের ক্ষেত্রে সরকারের যথাযথ পরিকল্পনা নেয়ার জন্য তারা আহ্বান জানান।
উল্লেখ্য, প্রতিবন্ধী শিশুদের অধিকার ও মর্যাদা সুরক্ষার লক্ষ্যে গত ২১ ডিসেম্বর সাতক্ষীরা জেলার কালিগঞ্জ শহীদ মিনার থেকে‘রোড টু রাইটস’-এর পদযাত্রা শুরু হয়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।