প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।
ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)।
বউয়ের সাথে কথোকথন
শাফিক আফতাব..................
বউ বলে : কম করিয়া ভালোবাসিতেছি,
হাতে রাখিয়াছি কিছু ভালোবাসা :
নিদানের দিনে নাকি বা'র করে কারো হবো কাছাকাছি।
আমার আর তিনি পান না ভরসা।
আমি বলিয়াছি : বউ সন্দেহ করিও না,
এ বড় ভয়ানক ব্যাধি ;
আমি কেমন সাচ্চা মানুষ তুমি দেখে না
আমি কারোও জন্য কাঁদি ?
বউ বলে : তুমি আর আগের মতোন নাই :
কোথায় হারালে সেই আমার শুদ্ধ সত্য যুবক,
আমি বলি : তোমার আলোতেই আমি রোশনাই
বউ বলে : না, তুমি এখন এক কঠিন প্রতারক।
বউ মিনতি করিয়া বলে : সখা আগের মতোন বাসো গো ভালো
বউয়ের কোলে বসিয়া বলি : বয়সের ভাড়ে দেখো নিভিতেছে আলো !!
২৯.০৮.২০১৩
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।