তক
বিশ্বের সব দেশেই ছেলেমেয়েদের জন্য বিয়ের ন্যূনতম বয়স নির্ধারণ করা থাকে। আর এটি যাতে পালন করা হয়, তার দায়িত্বে থাকেন ম্যারেজ রেজিস্ট্রার বা কাজী। কিন্তু খোদ সেই কাজীই যদি নিয়ম ভঙ্গ করেন তাহলে বিস্মিতই হতে হয়। আরব নিউজ জানায়, সৌদি আরবের নজরান এলাকার এক কাজী নিজেই নিয়ম ভেঙে বিয়ে করেছেন।
তার স্ত্রী’র বয়স মাত্র ১২ বছর।
নজরানের স্থানীয় এক দৈনিককে তিনি তার বিয়ে পরবর্তী অনেক ঘটনা খুলে বলেন। তিনি বলেন, প্রথমে ওই ছোট্ট মেয়েটাকে দেখে আমি হতবাক হয়ে গিয়েছিলাম। ওর সঙ্গে কিভাবে কথা বলবো, কি ধরনের আচরণ করতে হবে আমি ভেবেই পাচ্ছিলাম না। আমার অনেক দিন লেগেছে তাকে বুঝতে। ওই কাজী বলেন, সেও আমাকে প্রায়ই বলতো-তাকে কেন তার মা-বাবা আমার সঙ্গে পাঠিয়ে দিলেন, সে এটা বুঝতে পারছে না।
কাজী ওই সময় তাকে প্রায় দিনই আদম-হাওয়ার গল্প শোনাতেন। তারা যে স্বামী-স্ত্রী এটা বোঝানোর জন্যই এ ধরনের গল্প শোনাতেন তিনি স্ত্রীকে। তিনি বলেন, শারীরিক সম্পর্ক ছাড়া আমরা একসঙ্গে থাকতাম। সে ঘুমাতো বেডরুমে, আমি গেস্টরুমে। এভাবে দু’মাস পার করেছেন তারা।
মেয়েকে উঠিয়ে দেবার পর শ্বশুর বলেছিলেন, ১ বছর মেয়েকে স্পর্শ না করতে। কিন্তু নিজের মায়ের পীড়াপীড়িতে শ্বশুরের কথা ভাঙতে বাধ্য হন তিনি। তার মা তাকে বলেন, বিয়ে দেয়াই যাবে না, মেয়েরা কখনো এতো ছোট হয় না।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।