আমাদের কথা খুঁজে নিন

   

বাচ্চা বুড়া সবার লাইগ্গা জোকস

Why So Serious

১:ডাক্তারের ফি ১ম বন্ধু : ডাক্তারের কাছে গিয়েছিলি? ২য় বন্ধু : গিয়েছিলাম। ১ম বন্ধু :তোর বুকে যা ছিলো খুঁজে পেয়েছেন? ২য় বন্ধু : প্রায় সবটাই। ১ম বন্ধু : মানে? ২য় বন্ধু : মানে আমার বুকপকেটে ছিল ১০১ টাকা। ২:খালি ট্যাক্সি কর্তা : যা তো ক্যাবলা, একটি খালি ট্যাক্সি নিয়ে আয় | কিছুক্ষণ পর ক্যাবলা এসে বলল, স্যার,একটাও খালি ট্যাক্সি পেলাম না , ড্রাইভারের সিটে কেউ না কেউ বসে আছে | ৩:আমার ডিম ক্রেতা : এগুলো কার ডিম? বিক্রেতা : আমার ডিম | ক্রেতা : আমি মনে করেছিলাম মুরগির ডিম | ৪:পয়সা থেকে টাকা ছেলে : বাবা আমার ধারণা, কাল থেকে আমরা অনেক বড়লোক হয়ে যাব | বাবা : কীভাবে? ছেলে : আগামীকাল আমাদের অংকের স্যার, কীভাবে পয়সাকে টাকা বানাতে হয় তা শেখাবে | ৫:পশু প্রীতি মিলিঃ বেলির পশু প্রীতি আজকাল বেড়ে গেছে | লিলিঃ কিভাবে? মিলিঃ প্রতি সপ্তাহে দুইবার সে চিড়িয়াখানাতে যাবেই | আর অন্য দিন যাবে পার্ক এ | লিলিঃ তো পার্ক এ গেলে পশু প্রীতি কিভাবে বাড়বে? মিলিঃ আরে তখন তো ওর সাথে ওই গাধাটা থাকে । ৬:চারিত্রিক সার্টিফিকেট : কমিশনার সাহেব বাসায় আছেন ? : কেন ? : আমার একটা চারিত্রিক সার্টিফিকেট দরকার | : তিন মাস পরে আসেন, উনি নারীঘটিত কেসে ছয় মাসের জেলে আছেন || ৭:খেলা আমেরিকায় এক গবেষণায় দেখা গেছে: বেকারদের খেলা: বাস্কেটবল।

শ্রমিকদের খেলা: ফুটবল। ফোরম্যানদের খেলা: বেসবল। ম্যানেজারদের খেলা: টেনিস। সিইওদের খেলা: গলফ। সিদ্ধান্ত: কর্পোরেট কাঠামোতে যে যত উঁচুতে, তার বল তত ছোট।

৮:স্বর্গে ক্রিকেট খেলা - হ্যারে, স্বর্গে কি ক্রিকেট খেলা হয়? - অবশ্যই হয়। আমি স্বপ্নে গতকালই তো দেখলাম, স্বর্গে ক্রিকেট খেলা হচ্ছে। আর আগামী পরশুতো তুই ব্যাট করছিস। ৯:mistake!! বাবা ছেলেকে অনেকক্ষণ ইংরেজির গ্রামারের ভয়েস চ্যাঞ্জ করা শেখানো পর...... বাবাঃ বলতো I make a mistake এর passive voice কী হবে? ছেলেঃ I was made by a mistake. ১০:আমি তো একটা ঘোড়া! দুটি গরু মাঠে একসাথে দাঁড়িয়ে রয়েছে। একজন আরেকজনকে প্রশ্ন করল : তুমি কি "ম্যাড কাউ ডিজিজ" এর ব্যাপারে শুনেছ? কি ভয়ংকর রোগ!! অন্যজন বলল : "আরে ওসব জেনে কি হবে, আমি তো একটা ঘোড়া!


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.