আমাদের রাজনীতি কোন পর্যয়ে পৌছেছে ? আগামি কাল রাজশাহীতে জামাত শিবিরের ডাকে সকাল সন্ধ্যা হরতাল । আজ সন্ধ্যায় শিবিরের কর্মিরা কয়েকটা হাত বোমা বিস্ফরন ঘটায় । যেখানে সারা শহরে পুলিশ মোতায়েন আছে ! আগামি কাল জাতীয় বিশ্ব বিদ্যালয়ের ২য় বর্ষের পরিক্ষা আছে । সকল মিডিয়াতে হরতালের খবর প্রকাশ করা হলেও আগামি কাল পরিক্ষা বন্ধের কোন ঘোষনা নাই ! সরকার চাইবে ছাত্ররা পরিক্ষা দিক, আর শিবির চাইবে এটা বন্ধ করতে । এখন যদি কাল ছাত্ররা পরিক্ষা দিতে আসার সময়ে কোন বোমার বা গোলাগুলিতে প্রান হারায় তার দায় কে নিবে ? আর যে মরবে তার কি হবে ? কেন আমাদের সাধারন ছাত্রদের এই রকম ভয়ংকর পরিস্থিতিতে ঠেলে দেওয়া হচ্ছে ?? উল্লেখ্য : রাজশাহীর জাতীয় বিশ্ব বিদ্যালয়ে অধ্যায়নরত বেশীর ভাগ ছাত্রই তাদের নিজ বাড়িতে মানে গ্রামে বাস করে । এই সমস্ত গ্রামের দুরত্ব কম বেশি ৩০-৪০ কি মি এরা এই সকাল নয়টার মাঝে আসবেইবা কি ভাবে ? এই সমস্ত প্রশ্নের উত্তর কার কাছে চাইবো ???? আমারা আছি শুধু বলীর পাঠা হবার জন্যেই !!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।