আমাদের কথা খুঁজে নিন

   

জানি না মনে রাখবে কিনা

কোথাও যদি হারিয়ে আমি যাইগো কোন দিন , যেও ভুলে , আমায় যেও ভুলে

জানি না মনে রাখবে কিনা , পথে আবার দেখা হলে জানি না চিনবে কিনা? কে রেখেছে কাকে মনে শুধু শুধু শুধু স্বার্থবিনা। জানি না মনে রাখবে কিনা? মন গভীরে রাখার মতো , করেছি কি কিছু আমি? যা কিছু আজ যাচ্ছি রেখে, রয়েছে কি কিছু দামী? যাবার আগে আবার কেউ জানিনা কে কতটা মূল্য হীনা? জানি না মনে রাখবে কিনা ? মনে মনে কিছু যায় না বাধা, গেলে বড় ভালো হতো। বেধে দিতাম আমার এ মন, জোর করে দেখতে হতো। মনে মনে আমায় ভেবে , চমকে হঠাৎ উঠবে কিনা ? জানি না মনে রাখবে কিনা, পথে আবার দেখা হলে। জানি না চিনবে কিনা? জানি না মনে রাখবে কিনা জানি না মনে রাখবে কিনা? বাপ্পা মজুমদারের গাওয়া ভালো লাগা এই গানটি শুনতে । আমার অনেক প্রিয় একটা গান। আশা করি আপনাদেরও ভালো লাগবে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.