বল বীর! চির উন্নত মম শির!
এর আগে সামুর ব্লগের দুইটা আড্ডায় আমি নানাবিধ কারনে যাই নাই তাই নিয়ে যৌক্তিক(!) সমালোচনামুলক পোস্ট দিসিলাম। প্রথম পোস্ট টা পাব্লিক সহনশীলতার সাথে নিলেও দ্বিতীয় পোস্ট টায় হাল্কা দৌড়ানি খাইছিলাম (যাকগে সে কথা..কি বলতে কি বলি)। গতকাল সামুর অপিসে একটা ব্লগ দিবসের সম্মিলন হইচে এবং আমি যাই নাই। তাই পাঠকরা অনুরোধ করিতেছে কেন যাই নাই এইটা আমি যেন আগের মতই লিখি.. কর্তৃপক্ষ বলে ভয় না পাই। আমি বলি ভয় কাকে বলে আমি জানিনা , হাল্কা দৌড়ানিতে ডরে না বীর! আমি কেন যাই নাই তার কারন বহুবিধ, কিছু উল্লেখ করিতেছি।
১। ব্লগার কাব্য লিখিয়াছে সে গরম দাওয়াত পাইয়াছে... কিন্তু আমি পাইয়াছি ঠান্ডা। আমার বিনা বেতনের পি.এস স্পাম ভাই এই মেইলটা সন্দেহজনক মনে হওয়াতে আলাদা করিয়া ফেলিয়াছিলেন ফলশ্রতিতে আমাকে ঠান্ডা দাওয়াত পাইতে হইছে।
২। কাব্যের ব্লগে নোটিশ বোর্ড বলিয়াছে যে সে উপস্থিত ছিল না সেখানে.. আর অনেক দিনের সুখ দু:খের বন্ধু(!) নোটিশবোর্ড না গেলে সেখানে আমি যাই কিভাবে?
৩।
এর আগে যে দুইটা আড্ডা নিয়ে আমি সমালোচনামুলক (!) পোস্ট লিখলিছালাম সে আয়োজকরা নাকি দাওয়াত পাইয়াছে আর দল ভারী করিতেছে এই খবর পাইলাম... যদিও আমি ভয় বলে কিছু জানি না তবুও শান্তি রক্ষার্থে...
৪। ঝানতাম যে ফুচকা খাওয়াবে কিন্তু স্যালাইন দেবেনা
আরোও কিছু বলার ছিল কিন্তু এই মুহুর্তে কাজ থাকায় বলা সম্ভব হইতেছে না, যথা সময়ে তা জাতির সামনে হাজির করা হইবেক।
আগের পোস্টের লিংক
ধানমন্ডির আড্ডায় কেন যাই নাই.... ।
বলধার আড্ডায় কেন যাই নাই.... ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।