আমাদের কথা খুঁজে নিন

   

বিষন্ন সময়ের পান্ডুলিপি...

জীবনের জন্যই এই সব কথামালা ১. ঘুমোটে বিকেলের সাথে সখ্যতা আর কত? ডানা ঝাপটে দিক বিদ্বিক পালাও! গৌধুলির সৌন্দর্যে চেয়ে থাকা মানে, ক্রমঃশ পরাজয় ছাই ভস্ম যা বুকপকেটে, দিক বিদ্বিক ছুটো। সময় ক্ষয়ে যায় জন্মের মত দ্রুত, দিক বিদ্বিক ছুটো, অনু বিশ্বাসে প্রলেপ নিয়ে। পৃথিবী ছুটে চলার পূজারি, শুধু মনে রেখ। ২. যদি স্মৃতিকথায় ভরে ওঠে বুকপকেট মাথার ভেতর অস্থিরতা পাকায় দৃশ্যপট বুকের ভেতর হাহাকার বয়, চোখ ভাসে কথার রেশ ধুলো হয়ে ঢুকে নাকে মুখে আমি মাটিতে দাগ টেনে কবিতায় যাব আমি তিতাসের জলে বিষাদডুব দেবো। ৩. নিমগ্ন রাত পেরিয়ে হর্ণ বাজতেই ঘেউ ঘেউ করে উঠে মাদী কুকুর, আর গলির মোড়ে রুটিন হাক দেয়া প্রহরী্র ঠোটে আয়েশী নিকোটিন; শত গল্পের অস্ফুট বয়ান যেন - সিটি কর্পোরেশনের ম্রিয়মান আলো।

বিচ্ছেদ বেদনায় রাত্তির গায়ক কন্ঠে তুলে নেয় পৃথিবী ছাড়া সঙ্গীত; আর আমি? ল্যাপিতে চোখ রেখে পড়ি রাজনীতি ক্ষুদ্র ভুখন্ডে পশুদের আনাগোনা, নিত্য খুন লিপিতে চোখ দিব্যি স্থির চোখ খোলা রেখে কি দারুন ঘুম আমার রাত্রি জাগার প্রকান্ড বাহানা। । ৪. চোখ খুলতেই ঝাপসা সব আমার ঘরময় অন্ধকারের উড়োউড়ি, বাল্বের সুইচে আন্দাজে অন দিতেই - শীতল অন্ধকারের মিহি বৃষ্টি হলো আজ সর্বাঙ্গে অন্ধকার মেখে মিথ্যে লোভে বাহির কি যে অন্ধকার, শোক-কান্না- আহাজারি ভাসে এই শহরে হঠাত করেই মৃত্যুর মত অন্ধকার নেমেছে আমাদের চোখে মুখে উৎকন্ঠা, কবে পাবো মুক্তি? কবে আমরা শুষে নেবো অন্ধকার পেয়ালায় মরণ নিজেই আমরা অন্ধকার হবো এই উৎসবের!! এই বদ্ধ অন্ধকারে একটা চিরবিদায় স্টোরের খোজ দিল কেউ তাদের বিজ্ঞাপনী শ্লোগান টা শুনিয়ে গেলো হুরহুর করে - ''আমরা অতি দ্রুত পরলোকে পাঠিয়ে দেয়ার নিশ্চয়তা দিই'' কোথায় সে ষ্টোর? অন্ধকারে বিলবোর্ড মুছে গেছে, বাতাসে প্রলাপ আর আকুতি এই উৎসবে এইসব স্টোরে ভিড় হবে নিশচয় - তবুও হদিস চাই আমার, খুঁজে নেবো মৃত্যু পীড়ায় উৎসবের কালো দেয়ালে আমার সর্বাংগ মিশিয়ে দিতে চাই। । ৫. বুকের ভেতর একটা নিশুতি ঝড় আসে বুকের ভেতর অলৌকিক একটা দুঃখ নামে বুকের ভেতর অযৌক্তিক একটা বেদনার ঘর উঠে বুকের ভেতর অনাহুত শোকগাথার একটা কবিতা জন্মে বুকের ভেতর অসময়ের একটা ঘন্টা ধ্বনি বার বার বাজে বুকের ভেতর ভাঙ্গচুরের প্রস্তুতি নেয় অস্থিরতা আয়োজকের দল বুকের উপর একটা পালস মিটার রাখো, সীমা ছাড়িয়ে যাবে নির্ঘাত।

। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।