আমাদের কথা খুঁজে নিন

   

রহস্যময় লালবাগ কেল্লার সুড়ঙ্গ

নাই লালবাগ কেল্লার নিচ দিয়ে অনেক গুলো সুড়ঙ্গ আছে, যেগুলো জমিদার আমলে করা। । জমিদাররা বিপদ দেখলে সেইসব পথে পালিয়ে যেতো। । তেমনই একটা সুড়ঙ্গ আছে, যার ভেতরে কেউ ঢুকলে তাকে আর ফিরে পাওয়া যায় না।

। মানে, সে আর ফিরে আসে না। । পরীক্ষা করার জন্য একবার ২টা কুকুরকে চেইনে বেঁধে সেই সুড়ঙ্গে নামানো হয়েছিলো। ।

চেইন ফেরত আসে কিন্তু কুকুর দুটো ফিরে আসে নি। । বিষয়টা হচ্ছে এটা মোঘল আমলে বানানো হয়। ইন্ডিয়ার দিল্লী যাওয়ার জন্য। এখন যেমনটা দেখা যার তেমনটা ছিলনা…… আমি শুনেছিলাম কিছু বিদেশী সাইন্টিস্ট গবেষনা করার জন্য কুকুর পাঠায় কিন্তু সে কুকুর আর ফিরে আসেনি!! পরে তারা চিন্তা করে শেকল দিয়ে কুকুর পাঠায় কিন্তু সেখানে কুকুরের শিকল আসলেও কিন্তু কুকুরের চিন্হ পাওয়া যায়নি!! কারো কারো মতে এখানে এমন এক গ্যাস আছে যা প্রানীর মাংস খসে গলে যায়…… কারো মতে এখানে এমন এক ভয়কংর শক্তি আছে যা প্রবেশ করলে কেউ ফিরে আসবে না!!…..আর একটা কথা এখানে এতটা ই অন্ধকার যা কোন লাইট বা আলো কাজে আসেনা………..এখন এটা বন্ধ করে দেওয়া হয়েছে কেউ যদি কেল্লায় যান তবে পাহাড়ের উপরে উঠলেই দেখতে পাবেন… http://www.bhooterblog.com থেকে সংগৃহিত।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৮ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.