আমাদের কথা খুঁজে নিন

   

সমাজতন্ত্রে বাঁচার স্বপ্ন দেখে নিষ্পেষিত মানবতা

বাংলার আলো-জলে ধূলো মেখে বেড়ে ওঠা মুক্তি

সমাজতন্ত্রের সবচেয়ে বড় স্বাপ্নিক শ্রমিক শ্রেণী যারা দিন আনে দিন খায় সমাজতন্ত্রে বাঁচার স্বপ্ন দেখে নিষ্পেষিত মানবতা মাঝে মাঝে আহার জোটেনা অসহায় মায়ের বুকে ধুকে ধুকে মরে নিষ্পাপ সন্তান অর্থাভাবে চিকিৎসা হয় না বারান্দায় সারি সারি রোগী পড়ে থাকে ৩২ নম্বর কেবিনে , দূর্গন্ধে কাছে যাওয়া যায় না গণতন্ত্রের সরকারি হাসপাতালের সামনে মাইক্রো, অ্যাম্বুলেন্স আর সব যানবাহনের লম্বা লাইন মৃতদের অভ্যর্থনা জানাতে- সামান্য অর্থের কাছে বিপন্ন মানবতা ।। হিমশীতল মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসা বীরের জন্য নেই ফুলেল অভ্যর্থনা এই গণতন্ত্রে নিম্নবর্গের বঙ্গ নারীরা হপ্তায় একদিন মাথায় নারকেল তেল দেয় পরম সুখে আর লুটেরারা দিনে চারবার বাবর জেল মাখে । এই গণতন্ত্রে নির্মলেন্দুরা ভা্গংা ঘরে থাকে বিদিশারা করে সাহিত্য বিলাস অসৎ দালালরা এদেরকে মাথায় তুলে রাখে চলে জমজমাট ব্যবসা ।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।