কাতর প্রভাত যাতনা ভারে যখনই হইবে ভারী, এক পেয়ালা কুয়াশা তুলিয়া চলিব রাতের বাড়ি।
মাঝরাতে ঘুম ভাঙ্গে হাতরাই ডানে বায়,
খুঁজে দেখি কেউ নাই অধম আমি বিছানায়।
এত বড় বিছানায় রই আমি একেলা,
বিধাতারে বলি আমি এ তোমার কি খেলা?
পরে আছে যেন এক অতৃপ্ত আত্মা,
বাবা মাকে বলি তবু পাইনাকো পাত্তা।
বলে ওরে অভাগা দূর হ দূর হ,
বিয়ে নয় ছেলে খেলা বাজারের পণ্য।
এখনোতো হয়নি বিয়ের বয়স তোর,
নির্ঘুম রাতগুলো কেটে গিয়ে হয় ভোর।
তাছাড়া রয়েছে ঘরে শ্রদ্ধেও বড়দা,
লাগিয়েছে জট ভাল করেনি সে বিয়েথা।
ঘুম নেই দুচোখেতে জেগে কাটে লগ্ন,
চোখ বুঝে কল্পনায় রয়ে যাই মগ্ন।
এভাবেই নিত্যযে করি আমি রাত পার,
কষ্টের বেদনায় পুড়ে হই ছারখার।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।