www.eee-lab.com
আচ্ছা শহীদ মিনারে প্রথম প্রহরে ফুল দেয়া হয় কিন্তু স্মৃতিসৌধে কেন দেয়া হয় না? স্মৃতি সৌধে কেন সকাল হলে তখন দেয়া হয়? যদিও আমি এর সঠিক কোন কারন জানিনা তবে মনে হয় কোন নিয়ম আছে বা সাভারের দূরত্ব একটা বড় ব্যাপার।
কথাগুলো হচ্ছিল আমার এক বন্ধুর সাথে তাকে সকাল বেলা স্মৃতিসৌধে যাওয়ার কথা বলায় সে বলল এই ঠান্ডার মধ্যে এত দূর কষ্ট করে যাওয়ার কোন মানেই হয় না। আমি তার এই কথার প্রতিবাদ করলে সে বলে প্রধানমন্ত্রীও তো সকাল না হলে যায় না। শহীদ মিনারে প্রথম প্রহরে যায় কিন্তু স্মৃতি সৌধে তো যায় না প্রথম প্রহরে।
আমি তখন থেকে একটা কথাই শুধু ভাবছি যারা তাদের জীবনের বিনিময়ে দিয়ে গেছে আমাদের স্বধীনভাবে বাচাঁর অধিকার এত শান্তির ঘুম যে সকাল বেলা ঘুমাচ্ছি তাতো তাদের জীবনের বিনিময়ে।
তাহলে যারা তাদের সারা জীবনটাই উৎস্বর্গ করল আমাদের স্বাধীনভাবে বাচাঁর জন্য আর আমরা তাদের প্রতি বছরে একদিন মাত্র একদিন শ্রদ্ধা জানাতে এত নিয়ম কানুন আর দূরত্বের চিন্তা করি কেন?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।