আমাদের কথা খুঁজে নিন

   

সারাদিন যা শুনছি......অনেকদিন পর....

জীবন,যেন ভালোবাসার কোলাহল........

অনেকদিন পর আজকে একটা পোস্ট দিব। আজ সারাদিন অন্যান্য দিনের মতই কাটছিল। দুপুরের খাওয়ার পরে কি মনে করে অঞ্জন দত্তের "চল" ছবিটা খুঁজতে শুরু করলাম। সেই খুঁজতে খুঁজতে পেলাম অঞ্জন দত্ত ও কবীর সুমন এর একটি গানের খোঁজ পেলাম। গানটা শুনে কি যে হল জানিনা,এখনো শুনছি।

স্কুলের,কলেজের বন্ধুদের কথা মনে পড়ছিল। ঢাকার একটু বাইরে থাকার কারণে কতদিন যে কারো সাথে দেখা নাই,নিজেও জানি না। কিছুটা অভিমান করেই হয়ত কারো সাথেই আজ যোগাযোগ রাখি নাই,খারাপ লাগে এখন। সবার স্কুলের বন্ধু আছে,কলেজের আছে,তারা তাদের সাথে আড্ডা দেয়,ফোনে কথা বলে,আর আমি থাকি চুপচাপ। পরিবর্তন হতে হতে আজ যখন আয়নার সামনে দাঁড়াই,নিজেকে নিজেই চিনতে পারি না।

কি বলতে আসলাম,কি নিজের দুঃখের কথা বলা শুরু করলাম। প্রিয় সেই গানের কথাগুলো একটু আপনাদের শুনিয়ে যাই। অনেক দিন পর অনেক দিন পর আবার চেনা মুখ, বন্ধু কি খবর?মুহুর্ত বলুক। মুহুর্তের টান,মুহুর্তে শরৎ নতুন এই গান,মুসাফিরের পথ শরৎ আসে যায়,মেঘের ফাঁকে নীল, এই শহরটাই অতিথী গাংচিল। অতিথি ভালোবাসা,হাওয়ায় তুলে সুর, আবার ফিরে আসা,আবার ভরপুর কেমন আছ বল,বন্ধু কি খবর? আবার গাই চল,অনেক দিন পর।

শিল্পীঃঅঞ্জন দত্ত এবং কবীর সুমন অ্যালবামঃঅনেকদিন পর (গানের কথায় ভুল থাকলে ধরিয়ে দিবেন। ) গানটা পাবেন এখানে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।