আমাদের কথা খুঁজে নিন

   

ছাইড়া দে মা কাইন্দা বাঁচি

ভাল্লাগেনা

ব্লগ লেখালেখির ব্যাপারে আমি একেবারেই নতুন, সচল আর বাঁধ এ অনেকের লেখা পড়ে আমারও লোভ লেগে গেল তাই রেজিস্টার করে ফেললাম। কিন্তু রেজিস্টার করে পড়লাম বিপদে, লিখব টা কি?? আমি আবার অত সাহিত্যিক টাইপ এর মানুষ না। কবিতা লিখি....সরি, লিখতাম কিছু কিছু, কিন্তু সেগুলো আবার ইংরেজিতে। বাংলায় যে চার লাইন এর কবিতা লিখেছি সেটা পোস্ট করলে অশ্লীলতার অভিযোগে আমাকে বাঁধ থেকে ঘাড় ধরে বের করে দিবে আমি মাত্রই কলেজ পাস করে ইউনিভারসিটি তে উঠব উঠব করছি, চোখের সামনে অন্ধকার দেখছি, কি হবে কিছুই বুঝতে পারছিনা। Too many expectations এর বোঝায় চাপা পড়ে গেছি আর কি। কিসুই ভাল্লাগেনা...সচল এ সবুজ বাঘ এর ব্লগ এই লাইনটা ছিল......"দুনিয়াজুড়া পচুর গিয়াঞ্জাম"।।...।।......কথাটা সইত্য

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.