সকাল আর আসেনা গোলাপ হয়ে ফোটেনা কিশোরীর হাতে
ও মাঝি নাও ছাইড়া দে
ও মাঝি পাল উড়াইয়া দে
গারে মাঝি গা কোন গান
একদিন তোর নাও মাছি ভাসবেনারে নীল নদীর জলে
ও মাঝিরে...
সে দিন তোর গান মাঝি গাইবে না কেউ শুনবে না বলে
ও মাঝিরে..
ও কলের নৌকা কাইড়া নেবে সুর....
ও মাঝি নাও ছাইড়া দে
ও মাঝি পাল উড়াইয়া দে
গারে মাঝি গা কোন গান
যন্ত্রের নাও ধোয়া ছাইড়া করবে আঁধার নীল আকাশটারে
ও মাঝিরে...
সেইদিন তোর নাও মাঝি শূণ্য হয়ে থাকবেরে পাড়ে
ও চলরে মাঝি যাইরে বহুদূর...
ও মাঝি নাও .....
গানের কথাগুলো এভাবে সত্য হয়ে গেল।কোন দূরদর্শী লিখেছেন এ গান?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।