এটা আমার জন্য অনেক সুখকর যে, আমি এখন ব্লগ ও ফেইসবুক থেকে নিজেকে আসক্তিমুক্ত রাখতে পারছি। পরিবার ও পেশাগত জীবনের কর্মব্যস্ততা অনেক আনন্দের।... ব্লগে মনোযোগ দিতে পারছি না; লিখবার ধৈর্য্য নেই, পড়তে বিরক্ত লাগে।
অনেকদিন থেকে জানার আগ্রহ ছিল সামহোয়্যারইনব্লগের প্রথম রেজিস্টার্ড ব্লগারের নাম; পোস্ট দেব দেব করে আর দেয়া হয় নি। আজকের স্টিকি পোস্টে জানতে পেলাম ব্লগার দেবরা এই ব্লগের প্রথম পোস্টদাতা; এ থেকে আমার পুরনো উৎসাহটা চাঙ্গা হলো- এ ব্লগের প্রথম রেজিস্টার্ড ব্লগার কে- দেবরাই, নাকি অন্য কেউ? একই সঙ্গে, প্রথম রেজিস্ট্রিকৃত ১০০ জন ব্লগারের নাম জানতেও খুব ইচ্ছে করছে।
কারো জানা থাকলে প্লিজ জানাবেন। নেহায়েত জানার আগ্রহ থেকেই এই পোস্ট।
আর, সামহোয়্যারইনব্লগের আজকের জন্মদিনে প্রথম পোস্টদাতা দেবরাসহ প্রথম রেজিস্টার্ড ব্লগার ও অন্যান্য সকল ব্লগারের প্রতি শুভেচ্ছা থাকলো।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।