আমাদের কথা খুঁজে নিন

   

সামহোয়ারইনব্লগের নতুন কিছু বিষয়- যা আজ দেখলাম

বাস্তবতা ফেরী করে বেড়াচ্ছে আমার সহজ শর্তের সময়গুলোকে

আজ সামহোয়ারইনব্লগে ঢু মেরে নতুন দুইটা বিষয় দেখলাম। এরমধ্যে একটা ফিচার আমার খুব পছন্দ হয়েছে। আমি সেই ফিচারটা নিয়ে বেশ অনেক ক্ষণ মেতে ছিলাম। মেতে ছিলাম বলতে, একেকজন ব্লগারের ব্লগ হোম পেজে গিয়ে দেখতে লেগেছি কে কতোদিন ধরে ব্লগে লিখছেন। একটি ফিচার ব্লগার পরিসংখ্যান অংশে যোগ হয়েছে "ব্লগ লিখছেন" শিরোনাম।

এর মাধ্যমে সহজেই জানা যাচ্ছে কে কতো দিন ধরে ব্লগে লিখছেন। দেখতে বেশ ভালোই লাগছে। আমি নিজেও আমার ব্লগের পরিসংখ্যান দেখলাম- আমি ব্লগে লেখছি ১ বছর ১১ মাস ধরে। তারমানে খুব শিগগিরই ব্লগে লেখার দুইবছর পূর্ণ হবে। আমার কাছে যতটুকু মনে হচ্ছে- কাল অর্থাৎ ১ ফেব্রুয়ারি থেকেই আমার ব্লগের পরিসংখ্যানে ২ বছর থাকবে।

তার মানে ব্লগীয় পরিসংখ্যান অনুযায়ী কালকেই আমার ব্লগে লেখার দুইবছর পূর্ণ হবে। কি জানি কি হয়! আর একটা ফিচার হলো- পোস্টের নিচের অংশে লেখা থাকে প্রকাশ করা হয়েছে বিভাগটি। এতে কোন বিভাগে লেখাটি প্রকাশ করা হয়েছে তা উল্লেখ করা থাকে। যেমন আমার এই লেখাটি "কিছুকথা" বিভাগে প্রকাশ করা হয়েছে। আমার কাছে এই ফিচারটি খুব বেশি আকর্ষনীয় মনে হয় নি।

তারচেয়ে লেখাটি কোন কোন গ্রুপে প্রকাশ হয়েছে, এরকম একটি ফিচার যোগ করলে ভালো হতো। এতে করে যে কোন পোস্টের ক্ষেত্রে মুল ব্লগ থেকে সহজেই গ্রুপ ব্লগে যাওয়া সহজ হতো। একইভাবে গ্রুপ ব্লগ থেকে সহজেই মুল ব্লগে আসা যেতো। কর্তৃপক্ষ বিষয়টি ভেবে দেখবেন বলে প্রত্যাশা করছি।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.