আমাদের কথা খুঁজে নিন

   

সামহোয়ারইনব্লগের ব্লগারদের আড্ডা : চলে আসুন ব্লগাররা ( ১৬ ডিসেম্বর, বিকাল ৪টা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা)

বাস্তবতা ফেরী করে বেড়াচ্ছে আমার সহজ শর্তের সময়গুলোকে

সামহোয়ারইনব্লগের ব্লগারদের নিয়ে ব্লগার সম্মেলন অথবা ব্লগার আড্ডা যাই বলেন, করার ঘোষণা দিয়েছিলাম অনেক আগেই। অনেক ব্লগারই এতে আগ্রহ দেখিয়েছেন। ঘোষণা অনুযায়ী আজকেই অনুষ্ঠিত হবে ব্লগার আড্ডা। বিকাল ৪টা থেকে শুরু হবে এই ব্লগার আড্ডা। স্থান ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা।

চারুকলার ভিতরে অনেক জায়গা। যদি একদম সঠিক জায়গাটির নাম জানতে চান তাহলে বলবো, চারুকলার ভিতরের সিরামিক্স ডিপার্টমেন্টের সামনের লম্বা বারান্দা। তো খুঁজে খুঁজে চলে আসুন। জানেনইতো আজ সামহোয়ারইনব্লগের দ্বিতীয় জম্মবার্ষিকী। আমরা ব্লগাররা সবাই মিলে সামহোয়ারইনব্লগের এই দ্বিতীয় জম্মবার্ষিকী উদযাপন করবো।

এইক্ষেত্রে সবার জন্য একটা সারপ্রাইজ রয়েছে। চলে আসলেই বুঝতে পারবেন কি সেই সারপ্রাইজ। বিকাল ৪টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে পারস্পরিক পরিচয়পর্ব এবং স্বাগত বক্তব্য পর্ব। বিকাল ৫টা থেকে ৬ টা পর্যন্ত চলবে খাবার পর্ব এবং আলোচনা পর্ব। সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত চলবে ব্লগারদের অংশগ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আলোচনা পর্ব।

সুতরাং সময় করে চলে আসুন। আসুন আমরা সব ব্লগার একসাথে হয়ে বিজয় দিবস উদযাপন করি এবং সেই সাথে সামহোয়ারইনব্লগের দ্বিতীয় জম্মবার্ষিকী উদযাপন করি। যারা অনুষ্ঠান আয়োজনের কাজে আমাদের সহযোগিতা করতে চান তারা দয়া করে সাড়ে তিনটার দিকে চলে আসেন। অনুষ্ঠান আয়োজন সংক্রান্ত ছোটখাটো কিছু কাজ করার প্রয়োজন পড়তে পারে। যারা আগে আসবেন তারা এসে আমাকে ফোন করবেন।

অনুষ্ঠানের ভেন্যু খুঁজে না পেলে অথবা অন্যান্য যেকোন সমস্যায় আমাকে ফোন করুন। নম্বরটি খোলা থাকছে - ০১৭১৭ ১৭৫৬৬৫ অথবা রিজভী ভাইয়ের নাম্বারে ফোন করুন - ০১৮১৯ ০১২২৯৩ সবার অংশগ্রহণ আন্তরিকভাবে প্রত্যাশা করছি। সকলকে ধন্যবাদ এবং বিজয় দিবসের শুভেচ্ছা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.