দু'দিন ধরে মন ছটফট করছে। সারা দিনমান কাজের খোঁজ নেই। ভালো লাগছে না। রাতেও ঘুম আসছে না। এপাশ ওপাশ করছি খালি।
দারুণ মনোকষ্টে কাটছে সময়। টিভির রিমোট টিপে টিপে সময় কাটানোর চেষ্টা করছি। তাও পারছি না।
থাবা সম্পর্কে ফেসবুকে এবং এদিক সেদিক থেকে পাওয়া কথাগুলোকে বিশ্বাস-ই করিনি। মনে হয়েছে নোংরা রাজনীতির কূটকৌশল, প্রোপাগান্ডা।
কিছুক্ষণ আগে 'চ্যানেল আই'তে শ্রদ্ধাস্পদ জিল্লুর রহমান সাহেব পরিচালিত 'তৃতীয় মাত্রা'য় ইসলামী ঐক্যজোট সভাপতি মাওলানা মিছবাহুর রহমানের বক্তব্য শোনার পর আবারও খটকা লাগে। মনেহয়, গতকাল 'দৈনিক ইনকিলাব' এবং আজ 'আমার দেশ'-এ যা কিছু পড়েছি সবই মিথ্যা, বানোয়াট- কোনো কুচক্রী মহলের বানানো জিনিস। নিজেকেই বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল।
কিন্তু পত্রিকা এবং গুগল সার্চ থেকে পাওয়া তথ্য-উপাত্ত খুঁজে যা পেলাম তা দেখে, পড়ে বিশ্বাসই করতে পারছিলাম না। নিচের লিংকে দেখতে পারেন:
View this link
আমি অতি সাধারণ একজন মুসলিম।
আল্লাহকে আমার প্রভু আর মোহাম্মদকে (সাঃ) আমার প্রিয় রাসুল হিসাবেই গ্রহণ করেছি। আমার বিশ্বাস কোন 'থাবা' কিংবা হাবা'র লিখায় একটুও নড়বে না। এক চুলও নয়। ইনশায়াল্লাহ্।
মত প্রকাশের স্বাধীনতায় আমি বিশ্বাসী।
কিন্তু স্বাধীন মত প্রকাশের নামে আমার প্রিয়নবীকে (সাঃ) নিয়ে ঠাট্টা-তামাশা করার অধিকার কারো নেই।
থাবা, তোমাকে শুধু প্রধানমন্ত্রী নন, দুনিয়ার সবাই মিলেও বীর সেনানী, শহীদ... যত যা-ই উপাধি দিক না কেন, আমি বলবো তুমি পশুও নও (মানুষতো নও-ই) নষ্ট ময়লার কীটও তোমার চেয়ে শ্রেয়তর।
আল্লাহ তোমাকে ক্ষমা করুক। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।