উন্মাদ খুলির পৃষ্ঠাগুলি
ঘর ছেড়ে পথের কোমরে
নাচে সুখ আনন্দ অম্বরে
দেহ খিলের সন্ন্যাসী ছোটে
ঘাটে মাঠে শহর বন্দরে।।
দূরবীণ চুপ
নীরব প্রহসনের শেষ দৃশ্যে মিলছো তুমি
গরিলার সাথে
বুনোপথের লতাপাতায় আমি চুপ হয়ে আছি
পাতার ফাঁকে রোদ ঘুমিয়ে
বন্ডেজের বাইরে এসে অস্থির হচ্ছো
মিলতে চাচ্ছে ক্রোধ
রাতদিন চিন্তার পরিসরে
জোড়া লাগছে পিঠে পিঠ
নির্জনে সন্ধির সিঁড়িঘরে
ফাঁকা হচ্ছে হৃদপিণ্ডের বিট।।
বেড়ে ওঠো আয়নার মধ্যে ফুল
সংক্ষিপ্ত স্পর্শের অভিধান পাশে রেখে নিজেকে উল্টিয়ে
পাল্টিয়ে দেখো দস্যুতা
দূরে বেজে চলুক বন্য পাতার সুর
বিষাদগ্রস্ত দম্পত্তিদের
ভিতর বেড়ে উঠা দেখো বন মানুষ
যে কোন বৃষ্টির রাতে চিড়িয়াখানার খাঁচাগুলো শূন্য হয়ে যাক
দেখতে থাকো আয়নার মধ্যে
এলোমেলো চুল
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।