আমাদের কথা খুঁজে নিন

   

মৌলিক অধিকার বনাম বেনিয়া বীজের ব্যুহ

"বাঙ্গালী জাতির গৌরবময় ইতিহাস, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং জাতীয় সংস্কৃতির জন্য অপমানজনক কোনকিছু এই ব্লগে লেখা যাবে না। "শিহরণে সত্তায় তুমি, হে আমার জন্মভূমি"

মানুষ সামাজিক জীব। সমাজে বসবাসরত মানুষের কয়েকটি মৌলিক অধিকার রয়েছে। যথা - খাদ্য : আসুন সিন্ডিকেট গড়ে তুলি রাষ্ট্রীয় এবং আন্তর্জাতিক। কেউ উতপাদিত গম ফেলে দেবে সাগরে, আর কেউ অনুন্নত মহাদেশের তক্‌মা ( যা বেনিয়াদের দেয়া) এঁটে ভিক্ষা মাঙ্গবে দোরে দোরে।

খাদ্য আর অধিকার নেই, সে মুনাফা গড়ার প্রথম হাতিয়ার, কার আছে সাধ্য ভাঙ্গে সেই ব্যুহ, যে বীজ বপন করা আদি বেনিয়ার! বস্ত্র : আদম হাওয়ার যুগে গাছের বাকল করেছে লজ্জা নিবারণ, তার দাম ছিল না তেমন। শতেক ছেঁড়া শাড়ির ফাঁকে রোদ খেলা করে, আবার অনেকে এক কাপড় একবারই পরে। তুমি ভোক্তা আছে তোমার ভোগের অধিকার, আমরা মাপব পকেটে আছে কড়ি কার। তুমি শীতে মারা যেতে পারো, তাতে নড়বে না টনক কারো। অধিকার তার, টাকা আছে যার- মূল্য চুকাও পণ্য নাও - এ নিয়ম তো সে ব্যুহ যে বীজ বপন করা আদি বেনিয়ার।

বাসস্থান : ধরণীর বুকে ছোট একখানা বাসা, ক্রমিক নম্বর তিন, মৌলিক অধিকার জেনে নিন। শহরতলী ডেভেলপারদের পকেটে, ভূমি দখল সবচাইতে লাভজনক ব্যবসা, সবাই বলে অকপটে। সেখানে বসুন্ধরা যমুনা, ’এ’ দল ’বি’ দল সব এক, তুই ভাই ভূমিহীন, তোর ভাগ্য সারাজীবনই সেই ’উপেন’। ধরণীর বুকে বাসা, থাকুক না মনে মনে আশা; আশা নিয়ে বস্তিতে, রেলস্টেশনে, তীর ভাঙ্গা নদীর পাড়ে,প্লাস্টিকের ছাউনিতে ফুটপাত-সংসার, বেনিয়ারা হোমলেসদের নিয়ে করে যায় বাণিজ্য, স্রষ্টার সাধ্য কি ভাঙ্গে এই ব্যুহ? শিক্ষা : এ যেন সবচাইতে মজা ’শিক্ষা’ - ছেলের মাথায় ছটাক মগজ, মেয়ের তারচাইতেও কম; বাড়িতে বাড়িতে ইউনিভার্সিটি, ছাত্রদের নিজের নাম লিখতে বললেও কলম ভেঙ্গে আলুর দম। শিক্ষা একেবারেই নয় মৌলিক অধিকার, এগুলো কারখানা বেনিয়াদের করণিক বানাবার।

ডাক্তার বনাম ’চিকিৎসা’ সে তো গলার ফাঁস, এ বিষয়ে বলতে গেলে পুরোটাই ব্যর্থতার ইতিহাস। সবটা বয়ান করলে হবে যে রাত কাবার, বিশ্বজুড়ে চলছে খেলা তোমার আমার দেহ নিয়ে, ব্যাংকভারী হরেক বেনিয়ার। নিরাপত্তার সন্ধিবিচ্ছেদ নেই আমার জানা, আজ সাদ্দাম কাল লাদেন তো পরশু তালেবান, উন্নত বিশ্বের পরিচয়ে তারা বেশুমার অস্ত্র বানান। সেগুলো বিকোতে দেশে দেশে যুদ্ধের দামামা নানা অজুহাতে তারা প্রতিদিন বাজান। এমন আজব দুনিয়ায় মৌলিক অধিকারের গান গাওয়া ভাই একেবারেই বৃথা যে কোন উপায়ে বাণিজ্য, এটাই আদতে আমাদের কোরআন গীতা।

(০৭.১২.০৯)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।