আমাদের কথা খুঁজে নিন

   

গণিত উৎসবের গান

অলসদের দিয়ে কী আর হয়। আলসেমি ছাড়া!

শুরু থেকে আমবদের গণিত উৎসবের জন্য একটি গানের দাবী ছিল। গণিত জয়ের গান হিসেবে আমরা 'আমরা করবো জয়' বেছি নিয়েছি। উৎসবের একটি গানের জন্য আমরা অনেককে অনুরোধ করেছি। তবে, শেষ পর্যন্ত গানটা আমরা পেয়েছি নিজেদের ঘরে।

চমকের এই গানটি এখন থেকে এটি আমাদের গণিত উৎসবের গান। একটি ভিডিও আমরা বানাবো জাতীয় উৎসবের আগে। চমক যদি কোথাও এটি আপলোড করে, সুরের জন্য তাহলে সেটির লিংকও সবাইকে জানিয়ে দেবো। লেখা ও সুর : নওরীন হাসান চমক মন মেলে শোন্, শুনতে পাবি বিজয়ের আহবান গণিতের ধ্বণিতে বাজে ঔ মুক্তির জয়গান গণিতের প্রতি আছে যতো ভীতি আজ হবে সব দূর, আজ লক্ষ প্রাণের ঐকতানে বাজবে একই সুর--- আয় আয় আয় কে স্বপ্ন দেখবি আয় আয় আয় আয় গণিতের আঙ্গিনায় আয় আয় আয় কে দেশটা গড়বি আয় আয় আয় আয় গণিতের আঙ্গিনায় একটি মানুষ দেখলে ম্বপ্ন, স্বপ্ন তারে কয় দুজন দেখলে একই স্বপ্ন সেও তো স্বপ্ন রয় যদি লক্ষ কোটি প্রাণ দোলে একই স্বপ্ন মূচ্ছনায় সে আর তখন থাকেনা স্বপন, সত্যি হয়ে যায়। আয় গণিতের পথ বেয়ে, আয় নবীনেরা সব ধেয়ে দ্যাগ, আশা নিয়ে এক জাতি আছে তোদের পত পানে চেয়ে এই দেশ জাগাবি গণিতের জীয়ন কাঠির ছোঁয়ায় আয় আয় আয় কে স্বপ্ন দেখবি আয় আয় আয় আয় গণিতের আঙ্গিনায় আয় আয় আয় কে দেশটা গড়বি আয় আয় আয় আয় গণিতের আঙ্গিনায় কত না ধাঁধা গণিতের বাধা যেতে হবে পেড়িয়ে সংখ্যার বৈচিত্রের মাঝে যাবে না কি হারিয়ে? যদি দেশপ্রেম বুকে, গণিতে সুখে করিস বিচরণ একদিন সত্যিই মিলে যাবে এ দেশের সমীকরণ আর নেই কোন সংশয়, আজ গণিত করবি জয় গণিতের ভাষাতে রাখবি বিশ্বে স্বদেশের পরিচয় আমরাও পারি যে হতে সেরা বিশ্ব দেখবে তাই... আয় আয় আয় কে স্বপ্ন দেখবি আয় আয় আয় আয় গণিতের আঙ্গিনায় আয় আয় আয় কে দেশটা গড়বি আয় আয় আয় আয় গণিতের আঙ্গিনায়।

সবার সেকেন্ড ডিফারেন্সিয়াল নেগেটিভ হোক।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.