এক শব্দ প্রতিবাদী, "অবিভক্ত ঢাকা চাই। । ।" থাবা বাবা সমগ্র -১ থাবা বাবার ফেসবুক স্ট্যাটাস সমগ্র (চলছে) January 31 একজন মানুষ কি করে একটা জাতির ভবিষ্যত নির্ধারন করে দিতে পারে, বাংলাদেশের ইতিহাস তার সাক্ষী! গোলাম আজম বা নিজামী নয়, বাংলার সবচে বড় রাজাকার সেই একক ভাবে ইতিহাস বদলে দেয়া লোকটা! January 31 বহতা জীবন! বাংলার সেরা লেখক কে এই প্রশ্নের উত্তরে যখন একটা প্রজন্ম বা গোষ্ঠী হুমায়ুন আজাদ বা তসলিমা নাসরিনের নাম প্রস্তাব করে, বুঝতে হবে তাদের ভবিষ্যত অন্ধকার, ঘোরতর অন্ধকার! আর এরা নিজেদের ভাল পাঠক দাবী করে, তারা নাকি অনেক চিন্তাশীল ও মুক্তমনা... অদেখা আর্ট... ভালবাসা! এখন যৌবন যার, যুদ্ধে যাবার তার এই তো সময়... January 30 মানুষে পুন্দোলন করে, গুন্দোলন করে, মিস্কুল মিস্কুল খেলে... কিন্তু গেলমানীয় হরতালের বিরুদ্ধে গেন্দোলন কেউ করলো না! হেরা এখন বামদোলনে ব্যাস্ত, হেরা মনে হয় হরতালের নৈতিক সমর্থন করে! কারন, সাইদীর বিচার হইছে ভাল, কিন্তু...যারা জামাতি হরতাল সমর্থন করে, তারা নিশ্চিত ৭১ এর হত্যা ও ধর্ষন সমর্থন করে , অতঃপর তারাও ছাগেল্মান! ইন্ডিয়াতে কেউ ক্ষিয়র গানের পেরতিবাদ করে নাই... তাই আমাগো পেরতিবাদানুভূতিও উত্থিত হয় নাই! দেশপ্রেমিক বাম হইলে আর মুক্তিযোদ্ধা বিম্পি হইলে অবশ্য পরিত্যাজ্য! শেকাচিনা কয়টা বাচ্চা পোলাপানরে মুন্ত্রী বানাইছে... কতা হইলো হেরা কমপ্লান আর হররলিক্স খায়া লম্বায় বড় হইছে ঠিকই, কিন্তু ঘিলুটা আটকায় আছে ঐ হাঁটুর কাছে! টাইনা লম্বা করলেই তো আর বড় হয় না! আমি জামাত ও শিবিরকে আন্তরিক ধন্যবাদ জানাই... আমাদের ৭১ না দেখা প্রজন্ম যারা কোনভাবেই জামাত শিবিরকে খারাপ ভাবতে রাজী না, তাদের সামনে নিজেদের সেই নৃশংস চেহারা দেখিয়ে দিল তারা! তারা মানুষকে তাদের আসল চেহারা দেখাচ্ছে যে তারা কতোটা ভয়ঙ্কর! মুখোশ খোলার জন্য ধন্যবাদ! আলোছায়া! December 15, 2012 কয়েক জনের কাছে রিপোর্ট পেলাম যে তাদের ফেসবুকে রাখা মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনা সম্বলিত ছবির এলবাম নাকি বিনা কারনে অদৃশ্য হয়ে যাচ্ছে! তাদের ধারনা পাবলিক ভিউয়িং এর জন্য দিয়ে রাখা এলবামগলো গনহারে রিপোর্টিং করে বন্ধ করে দেয়া হচ্ছে! সাধু সাবধান! ফেসবুকও রাজাকার আলবদরে ভরে যাচ্ছে! রাস্তাঘাটের চিপা-চাপায় বাঙ্গালী পুরুষের জলত্যাগ মনে হয় না আগামী ১০০০ বছরে বন্ধ হবে। গোলাম আজম ছহেব, নিজামী ছাহেব, ছাইদী ছহেব, মুজাহিদ ছহেব ইত্যাদির হাই রেজুলেশন ডিজিটাল প্রিন্ট নিয়ে রাস্তার পাশের সেই সব চিপায় সেঁটে দেয়া যায়... বেঁচে থাকুক বাঙ্গালী পুরুষের পথে প্রান্তরে জলত্যাগের হাজার বছরের ঐতিহ্য! তবে খারাপ লাগছে অন্য জায়গায়, বাঙ্গালী নারী এই আনন্দ থেকে বঞ্চিত হবে, তাদের জন্যও কোন ব্যাবস্থার কথা ভাবতে হবে... December 14, 2012 জামাত-শিবির এই স্বাধীন বাংলায় বসে তাদের অপকর্মকে সঠিক ছিল বলে দাবী করে সমস্ত গ্রেপ্তারকৃত রাজাকারদের মুক্তির দাবীতে আন্দোলন করছে আর আমাদের মানবতাবাদী প্রগতিশীল ও সুশীলসমাজের কোন ভ্রুক্ষেপও নেই। তারা এই ব্যাপারটাতে একদম নিরব... জামাতের বর্তমান এক্টিভিটি নিয়ে কাউকে একতা লাইনও লিখতে দেখলাম না! উলটো জামাতের ঝুলানো মুলা নিয়ে কাড়াকাড়ি পরে গেছে। এখন কে কতো বড় বিশ্বজিৎ প্রেমিক সেটা প্রমানের হুজুগ চলছে, জামাতের দিকে কারো কোন দৃষ্টিই নেই! জামাতের কর্মকান্ডে সম্পূর্ণ নিরব্বতা পালন করে তারা জামাতেরই সমর্থন দিচ্ছে, আমি তাদেরও জামাতের সমা অপরাধে অপরাধি বলবো! ভাবছি জামাতের ঠিক কতো টাকা খরচ হলো আমাদের মুক্তগাধা মানবদরদীদের কিনতে! December 13, 2012 কে আমাকে একটা শুকর জোগাড় করে দিতে পারে? আমি তার নাম রাখবো গোলাম আজম... আবার বাড়ির পাশের রাস্তার ধারের নর্দমায় থাকবে... সবাই চলতি পথে একটা করে লাথি দিয়ে যাবে! থাবা বাবা সমগ্র -৩ আসছে
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।