I am waiting for someone and I know she will ever come.
ব্লগার রাজিব হায়দার এখন টক অব দি টাইমে পরিণত হয়েছেন। তার ফেসবুক প্রফাইলে নানা ধরনে ধর্ম, নবী-রাসুল ও সৃষ্টিকর্তা বিরোধী লেখা দেখলাম। কিন্তু ব্লগে ১০ লেখার মধ্যে একটিও খারাপ লেখা খুঁজে পায় নি। ফেবুর সে লেখা দেখে যে কোন সুস্থ সবল মানুষ রাজিবকে বকাঝকা করতে তিলার্ধ কুণ্ঠাবোধ করবেন না এটা স্বাভাবিক। কিন্তু প্রশ্ন হচ্ছে সে লেখা কি সত্যিই রাজীবের নাকি তার কোন শত্রুর ফেক আইডি থেকে লেখা ।
যদি তা সত্যিই হয়ে থাকে তাই বলে তো আমরা তাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে বিচার করতে পারি না । যেভাবে বিশ্বজিতকে কুপিয়ে বিচার করা হয়েছে।
সৃষ্টির আদিকাল থেকে মত ছিল মত পার্থক্যও ছিল। অন্যায় করলে বিচার ব্যবস্থাও ছিল। ধর্ম মানা না মানা, আস্তিকতা নাস্তিকতা মানুষের ব্যক্তিক বিষয়।
তাকে হিদায়ত করার দায়িত্ব বিশেষ কোন গোষ্ঠী বা রাজনীতিক দলকে তো দেয়া হয়নি। তারা কেন স্বপ্রণোদিত হয়ে রাজীব কে নসিহত করতে এসছিলেন…? ‘এক লোককে বলতে শুনলাম রাজিব নাস্তিক তার উপযুক্ত বিচার আল্লাহ করছে। ’ আসলে বিচার তো আল্লাহ করে নাই বিচার করছে তারা। যারা শাহবাগের আন্দোলনের ভিতরে বিভ্রান্ত ছড়ানোর আপ্রাণ চেষ্টা করছে। যারা ধর্ম নিয়ে বাণিজ্য করছে, রাজনীতি করছে।
ধর্মের স্লোগান দিয়ে অতি সাধারণ মানুষকে যুগে যুগে কালে বোকা বানাচ্ছে, প্রতারিত করছে। এই সব ভণ্ড মানুষদের কি বিচার হবে না…? সৃষ্টি কর্তা তুমি কি কিছু দেখ না…? নাকি দেখে দেখে মজা পাচ্ছো ..?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।