কার কাছে ফাসির দাবী করছি আমরা!সরকার ট্রাইব্যুনাল গঠন করলো,কাদের মোল্লার চেয়ে কম অপরাধে বাচ্চু রাজাকারের ফাসির আদেশ হলো, অপেক্শাকৃত বেশী অপরাধে যাবতজীবন। কার কাছে ফাসির দাবী করছি আমরা ! আমেরিকার কাছে! আমাদের বর্তমান সরকারের কাছে! গণজাগরনের তরুন প্রজন্মের কাছে আবেদন, সকল রাজাকারের ফাসি চাই শ্লোগানের সাথে শ্লোগান দিন কাদের মোল্লার কেনো ফাসি হলো না সরকারের কাছে জবাব চাই। গণজাগরনের তরুন প্রজন্ম আপনারা কি ধর্ম বর্ণ দল নিরেপেক্খ!কোন বিশেষ দলের প্রতি দুর্বলতা আছে কি! আপনাদের নিরেপেক্খ হতে হবে এবং সকল রাজাকারের ফাসি চাই শ্লোগানের সাথে শ্লোগান দিতে হবে কাদের মোল্লার কেনো ফাসি হলো না সরকারের কাছে জবাব চাই। সংশোধনী হলো ভবিষ্যতের জন্য কিন্ত কাদের মোল্লার চেয়ে কম অপরাধে বাচ্চু রাজাকারের ফাসির আদেশ হলো, অপেক্শাকৃত বেশী অপরাধে কাদের মোল্লার কেনো ফাসি হলো না তার স্পষ্ঠ জবাবদিহি করতে হবে সরকারকে। গণজাগরনের তরুন প্রজন্ম কাদের মোল্লার কেনো ফাসি হলো না সরকারের কাছে জবাব চেয়ে বর্তমান সরকার বিরোধী কোন শ্লোগান দেয়নি।
তার মানে গণজাগরনের তরুন প্রজন্মের সরকারী দলের প্রতি একটু দুর্বলতা আছে। । । স্বাধীনতার ৪২ বছর ধরে আমাদের দেশে যা হয়েছে তা হলো রাজনৈতিক দলগুলো নিজেরা ও নিজেদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সুবিধাভোগী, শুভাকাংখীদের সম্পদ,খমতা,আরাম আয়েশ ভোগ,বৃদ্ধি করেছে অন্যদিকে
ঃ মাথাপছিু ঋনরে পরমিান বৃদ্ধি পাচ্ছ,ে
ঃ ভক্ষিুকের সংখ্যা বৃদ্ধি পাচ্ছ,ে
ঃ ফুটপাতে ঘুমানো লোকরে সংখ্যা বাড়ছে
ঃ নত্যি প্রয়োজনীয় দ্রব্যরে দাম বৃদ্ধি পাচ্ছ,ে
ঃ হত্যা,গোলযোগ,ছনিতাই,চাঁদাবাজি বৃদ্ধি পাচ্ছ,ে
ঃ নর্যিাতন,র্ধষন,বৃদ্ধি পাচ্ছে
ঃ সড়ক র্দুঘটনায় মৃতরে সংখ্যা বাড়ছে
ঃ যানযট বাড়ছে
ঃ বদ্যিুৎ,গ্যাস,পানি সংকট বাড়ছে
ঃ বশ্যোবৃত্তি বাড়ছে
ঃ মাদক, চোরাচালান বৃদ্ধি পাচ্ছ,ে
ঃ ধনী গরীবরে বষৈম্য বাড়ছে ইত্যাদ,ি
কি হয়েছে ৪২ বছর স্বাধীন বাংলাদেশে তার সামন্য নমুনা। আজকের মহাসমাবেশকে বলতে চাই মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে রাজকারের ফাসি আমর কাছে যেমন জরুরী তেমনি জরুরী রাজাকার মুক্ত, ভিক্ষুক মুক্ত,বেশ্যামুক্ত,বস্তি ফুটপাতে মাানুষ ঘুমাবেনা,সকল নাগরিকের দায়িত্ব রাষ্ট্র গ্রহন করবে নিরাপদ ঘর ও স্বাস্থ্য সম্মত জীবন পাবে সে রকম স্বাধীন বাংলাদেশ ।
সে জন্য বলছি প্রয়োজনে গণজাগরনে অংশগ্রহনকারী সকল প্রজন্মকে নিয়ে নতুন দল তৈরী করা হবে যে দলের গঠনতন্ত্রে অর্ন্তরভুক্ত করতে হবে যে, দেশপ্রেম নিয়ে দেশসেবার রাজনৈতিক কর্মী,নেতা,মন্ত্রী,এম পি,সকল জনপ্রতিনিধিরা একটি নির্দিষ্ট পরিমানের সম্পদের বেশী মালিক হতে পারবে না। দেশপ্রেম নিয়ে দেশসেবার রাজনৈতিক কর্মী,নেতা,মন্ত্রী,এম পি,সকল জনপ্রতিনিধির মুলমন্ত্র হবে আমরা দেশ সেবা করবো, একটি নির্দিষ্ট পরিমানের সম্পদের বেশী মালিক হবো না,রাজনীতিকে রোজগারের পেশা বানাবো না। অংগীকার হবে রাজাকার মুক্ত, ভিক্ষুক মুক্ত,বেশ্যামুক্ত,বস্তি ফুটপাতে মাানুষ ঘুমাবেনা,সকল নাগরিকের দায়িত্ব রাষ্ট্র গ্রহন করবে নিরাপদ ঘর ও স্বাস্থ্য সম্মত জীবন পাবে সে রকম স্বাধীন বাংলাদেশ ।
নব্য রাজাকারদেরও চিহ্নিত করতে হবে। কিভাবে! যাদের দ্বারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে,যারা স্বাধীন বাংলাদেশের খতি করছে।
কারাএরা!
১নং-যারা ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লোপাট করছে যেমন-হলমার্ক ২নং- যারা হাজার হাজার কোটি টাকা লোন খেলাপী ৩নং-দুর্নীতিগ্রস্থ মন্ত্রী,এমপি,সরকারী কর্মকর্তা,রাজনীতিক,এনজিও কর্তাব্যাক্তি ৪নং ভেজাল,প্রতারনা,রাজস্ব ফাকি দিয়ে যারা ব্যবসা করছে ৫নং- অপহরণ,খুন,গুম,ধর্ষণকারী ৬নং-যারা দেশী মুদ্রা ভারতসহ পৃথীবির বিভিন্ন দেশে পাচার করছে যাদের দ্বারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে,যারা স্বাধীন বাংলাদেশের খতি করছে । এরা নব্য রাজাকার,এরা যে ধর্মেরই হোক,যে দলেরই হোক এদেরও বিচার করতে হবে। আমাদের মনে রাখতে হবে আর্ন্তজাতিক রাজনীতি ও ভৌগলিক কারনে স্বাধীন বাংলাদেশকে আর পাকি¯তানের সংগে যুক্ত করতে পারবেনা কেউ। মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে বলতে চাই মুক্তিযুদ্ধে সহায়তাকারী দেশ ভারত যেভাবে বাংলাদেশের সীমান্ত এলাকা দখল করছে,হত্যা নির্যাতন করছে সেই ভারতের কাছেই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।