আমাদের কথা খুঁজে নিন

   

Hard Disk-এর Partition ভাঙব কীভাবে?

সমাজের প্রয়োজনকে ঘিরে যার জীবন আবর্তিত সেই তো প্রকৃত মানুষ

আমার Desktop PC টা কেনা হয়েছে প্রায় ছ'মাস আগে। PC টা কেনার আগ পর্যন্ত কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে আমার কোনো পূর্ব অভিজ্ঞতা ছিল না, তবে কম্পিউটার সম্পর্কে মোটামুটি ধারণা ছিল। Net Browsing-এর উদ্দেশ্যেই মূলত PC টা কেনা। কেনার সময় আমার Hard Disk-এর Partition করে দিয়েছিল এভাবে: System (C):~~Capacity 14.6 GB~~এখন Free Space 4.1 GB (28%) Software (D):~~Capacity 70.7 GB~~এখন Free Space 68.2 GB (96%) Audio (E):~~Capacity 70.7 GB~~এখন Free Space 68.9 GB (97%) Video (F):~~Capacity 70.7 GB~~এখন Free Space 63.6 GB (89%) Collection (G):~~Capacity 71.0 GB~~এখন Free Space 67.9 GB (95%) এখানে উল্লেখ্য, আমি আমার প্রয়োজনীয় অধিকাংশ Software System (C) Drive-এ জায়গা না থাকায় Collection (G) Drive-এ Install করে রেখেছি। টেকি ব্লগাররা বলে থাকেন যে, System (C) Drive-এর কমপক্ষে ৩৩% জায়গা খালি রাখতে/থাকতে হবে।

না হলে Net Browsing-এর গতি কমে যাবে। এখানে আরও উল্লেখ্য, আমার RAM 2 GB (1 GB+1 GB করে দু'টি প্যারালাল)। এ ব্যাপারে বিক্রেতাদের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা বলেন, আমার প্রয়োজনীয় File/Software গুলো অন্য একটা Portable Hard Disk-এ কপি করে তার পর PC-এর Hard Disk-এর Partition ভাঙতে হবে। আমি চাই, Partition ভাঙার পর আমার প্রয়োজনীয় কোনো File/Software যেন হারিয়ে না যায়। এ ব্যাপারে আমি টেকি ব্লগারদের পরামর্শ/সহযোগিতা কামনা করছি।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।